জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে বিতর্কিত মন্তব্য, ক্ষমা প্রার্থনা চেরের
গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন 'ব্ল্যাক লাইভস ম্যাটার'।
এবার সেই মৃত্যু নিয়ে 'বিতর্কিত' মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ৭৪ বছর বয়সী মার্কিন গায়িকা ও অভিনেত্রী চের। তাকে 'শ্বেতাঙ্গ আধিপত্যবাদী' হিসেবে অভিযুক্ত করেছেন অনেকেই।
তীব্র প্রতিক্রিয়ায় মুখে তিনি স্বীকার করছেন, 'কোনো কিছু ভালোমতো না জেনে মন্তব্য না করা ঠিক নয়।'
টুইটবার্তায় তিনি লিখেছেন, 'আমার কথায় কেউ (কৃষ্ণাঙ্গ কমিউনিটি) যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি সত্যি দুঃখিত।'
বলে রাখা ভালো, গত শুক্রবার চের এক টুইটবার্তায় জানিয়েছিলেন, ফ্লয়েড হত্যার জন্য অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিচারকার্যের ওপর তিনি নজর রাখছেন। সেই হত্যাদৃশ্যের ভিডিও দেখে তার মনে হয়েছে, ঘটনাস্থলে থাকলে তিনি হয়তো কোনো 'কাজে' লাগতে পারতেন!
তার এমন মন্তব্যের ভেতর বর্ণবৈষম্যের গন্ধ খুঁজে পান অনেকেই। শুরু হয় তুমুল সমালোচনা। এরই প্রেক্ষিতে ক্ষমা চাইলেন তিনি।
- সূত্র: নিউইয়র্ক পোস্ট