মডার্নার টিকা অনুমোদনের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন বিশেষজ্ঞরা
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন সংস্থা (এফডিএ) কমিশনার স্টিফেন হান জানিয়েছেন, মডার্না ইঙ্কের তৈরি কোভিড-১৯ টিকা অনুমোদনে তার সংস্থা দ্রুত কাজ করছে। যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার তিনি জরুরি স্বীকৃতি প্রসঙ্গে একথা জানান।
বৃহস্পতিবারেই টিকাটি জরুরি অনুমোদন দেওয়ার পক্ষে জোর সমর্থন জানিয়েছেন, এফডিএ'তে কর্মরত নন, কিন্তু পরামর্শক প্যানেলে থাকা স্বতন্ত্র বিশেষজ্ঞরা। মহামারীর মরণ ছোবল থেকে এই টিকাটি অজস্র মানুষের জীবন রক্ষা করবে, এমন আশ্বাস দেন তারা।
যুক্তরাষ্ট্রে যখন দৈনিক মৃত্যুহার নতুন উচ্চতা স্পর্শ করেছে তার মধ্যেই দ্বিতীয় টিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা এমন আশাবাদ ব্যক্ত করেছেন। ইতোপূর্বে, মার্কিন নিয়ামক সংস্থা ফাইজারের টিকাকে অনুমোদন দেয়। স্বাস্থ্যকর্মী এবং বয়োবৃদ্ধ নাগরিকদের টিকাদানও সেই সূত্রে শুরু হয়েছে।
স্বতন্ত্র বিশেষজ্ঞদের কমিটির ২০ সদস্যই মডার্না প্রতিষেধকের পক্ষে ভোট দিয়েছেন। তাদের মতে, ১৮ বা তার বেশি বয়সের জনগোষ্ঠীর মধ্যে এটি প্রয়োগের ঝুঁকির চাইতে সুফলটাই বেশি পাওয়া যাবে।
গত সপ্তাহে এই প্যানেলটি ফাইজার/ বায়োএনটেক প্রতিষেধকের পক্ষে রায় দেয়। তার ঠিক একদিন পর এফডিএ জরুরি অনুমোদন দেয়।
হানের বক্তব্যের পর প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এফডিএ মডার্নার টিকা জরুরি প্রয়োগের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জড়িত কিছু সূত্রের বরাতে পত্রিকাটি একথা উল্লেখ করে।