হান্টার বাইডেনের সুরক্ষার জন্য মাসে ২৬ লাখ টাকা বাড়িভাড়া দেয় মার্কিন সিক্রেট সার্ভিস
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে সুরক্ষা দিতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির ম্যালিবু শহরে প্রাসাদসম বাড়ি ভাড়া করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। বাড়িটির ভাড়া হিসেবে মাসিক ৩০ হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ টাকা গুনতে হয় সিক্রেট সার্ভিসকে।
জানা যায়, বাইডেন-পুত্রের হাউজ এজেন্টদের কাছে স্প্যানিশ ঘরানার এ বাড়িটি ভাড়া দিয়েছে এজেন্সি। ঘরে বসেই সমুদ্রের মনোরম সৌন্দর্য উপভোগ করাসহ বিলাসবহুল সব রকম সুবিধা আছে রিসোর্ট স্টাইলের এই বাড়িতে।
ম্যালিবুর এই ভাড়া বাড়িতে আছে ছয়টি শোবার ঘর, ছয়টি বাথরুম, একটি জিম, একটি ট্যাস্টিং রুম (মদ বানানো জায়গা) ও গেস্টহাউস, বিল্ট-ইন বার্বিকিউ স্পেস, সুইমিং পুল ও একটি স্পা।
শুধু তাই নয়, বাড়িটিতে আরও আছে বিশেষ ধরনের একটি পেঁচানো সিড়ি যা নেমে গেছে 'দুর্গসদৃশ একটি টাওয়ার' এর দিকে। বিশেষ অতিথিদের আয়েশের জন্য এখানে আছে একটি ওয়েট বার (অ্যালকোহল ড্রিংক পরিবেশনের ব্যবস্থা)।
ম্যালিবুর বাড়িটি হান্টার বাইডেনের নিজের ভাড়া করা বাড়ির কাছেই অবস্থিত। নিজের ভাড়া করা বাড়ির জন্য হান্টারকে প্রতি মাসে গুনতে হয় ২০ হাজার ডলার। ফ্রেঞ্চ ডোর, আলফ্রেসকো ডাইনিং এবং ভল্টেড সিলিংসহ রিসোর্ট স্টাইলের এই ভাড়া-বাড়িতেও আছে চারটি শোবার ঘর, এবং তিনটি বাথরুম।
বিষয়টির সাথে সংশ্লিষ্ট সূত্র এবিসি নিউজকে জানায়, মার্কিন সিক্রেট সার্ভিস এই বাড়িটিকে বেছে নেওয়ার কারণ হলো হান্টারকে জো বাইডেনের কাছাকাছি কোনো জায়গায় রাখা।
এজেন্সির ভাষ্যে, "নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস তাদের প্রতিরক্ষামূলক কার্যক্রমের উপায়, পদ্ধতি কিংবা সম্পদের ব্যবহার সম্পর্কে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকে।"
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ট্যাক্সপেয়ার তহবিলের টাকা দিয়ে প্রেসিডেন্টের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে সিক্রেট সার্ভিস ঘোষণা করে যে, প্রেসিডেন্টের পরিবারকে সুরক্ষা দিতে গিয়ে তাদের সব টাকা ফুরিয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের প্রথম বছরে এজেন্সি এ দায়িত্ব পালনের জন্য বাড়তি ৬০ মিলিয়ন ডলার চেয়ে আবেদন করে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সিক্রেট সার্ভিস তার জন্য বাড়ি বা কক্ষ ভাড়া করতে বাধ্য। নিজ কার্যালয় ত্যাগ করার পরেও মার্কিন প্রেসিডেন্টরা এই সুরক্ষা পান। গেল বছর ট্রাম্পের নিউ জার্সি গলফ ক্লাবের অতিথিকক্ষের ভাড়া দিতেই সিক্রেট সার্ভিসকে গুনতে হয়েছে প্রায় ১০,২০০ ডলার।
২০২১ সালে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, শুধুমাত্র এজেন্টদের টয়লেটে যাওয়ার জন্যই সিক্রেট সার্ভিসকে ওয়াশিংটন ডিসিতে মাসিক ৩০০০ ডলার ভাড়ায় একটি বেজমেন্ট স্টুডিও ভাড়া করতে হয়েছিল। কারণ ইভাঙ্কা ট্রাম্প ও জারড কুশনার চাননি নিরাপত্তাকর্মীরা তাদের বাড়ির বাথরুম ব্যবহার করুক।
ওবামা প্রশাসনের সময় ২০১৬ সালে মার্থা'স ভিনিয়ার্ডে তাদের একটি পারিবারিক ভ্রমণের ব্যয়ই ছিল ২ দশমিক ৭ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২৩ কোটি ৩৩ লাখ টাকারও বেশি!
এছাড়াও, ২০১৬ সালে ওবামা পরিবারের হনুলুলু পরিদর্শনের সময় এজেন্সি ১ দশমিক ৯ মিলিয়ন ডলার খরচ করে। ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে মিশেল ওবামা একাধিকবার কলোরাডোর আসপেন ভ্রমণ করেন। এতে এজেন্সির ব্যয় হয় ৩ লাখ ১৯ হাজার ডলারেরও বেশি।
এদিকে বাইডেন প্রশাসনের সময় বাইডেনের ডেলাওয়ার প্রপার্টিতে একটি কটেজের ভাড়া হিসেবে সিক্রেট সার্ভিসকে দিতে হয়েছে মাসিক ২ হাজার ২০০ ডলার।
সূত্র: দ্য গার্ডিয়ান