অস্ট্রেলিয়ার দেওয়া কঠিন শর্ত মেনে নিয়েছে বিসিবি
করোনাভাইরাসের প্রকোপে কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। যদিও থেমে নেই কিছুই। এর মাঝেই চলছে সব। মাঝে দীর্ঘদিন বিরতি গেলেও জৈব সুরক্ষা বলয় মেনে এখন সব ধরনের খেলাধুলাই অনুষ্ঠিত হচ্ছে। কোপায় দর্শকশূন্য গ্যালারি থাকলেও ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাঠে দর্শক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। একইভাবে চলছে ক্রিকেটও।
কঠিন এই অবস্থার মাঝে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ৫টি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৭ জুলাই বাংলাদেশে আসার কথা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সফরে আসার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কয়েকটি কঠিন শর্ত দিয়েছিল অজিরা। সিরিজটি আয়োজনে অস্ট্রেলিয়ার সব শর্তই মেনে নিচ্ছে বিসিবি।
পাঁচ ম্যাচের সিরিজটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু করোনা পরিস্থিতির কারণে একটি ভেন্যুর বাইরে খেলতে নারাজ অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, একটি ভেন্যুতে সিরিজটি আয়োজন করা হলেই কেবল তারা খেলতে আসবে।
দ্বিতীয় শর্তে অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে পৌঁছে বিমান বন্দরে উন্মুক্ত ইমিগ্রেশন করবে না তারা। তাদের প্রতিনিধির কাছে পাসপোর্ট রেখে সবাই সরাসরি টিম হোটেলে উঠবে। টিম হোটেলও হতে হবে তাদের মনমতো। যে হোটেলে তারা উঠবে, সেখানে বাইরের কোনো অতিথির প্রবেশ অনুমতি রাখা যাবে না।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া এসব শর্ত মেনে নিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, 'বাংলাদেশ সফরে আসার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার কিছু দাবি ছিল। সেসব নিয়ে কাজ করেছি আমরা। এক ভেন্যুতেই সিরিজের ৫টি ম্যাচ আয়োজন করা হবে। অস্ট্রেলিয়া দল ইমিগ্রেশন থেকে সরাসরি হোটেলে যাবে। বিমানবন্দরের প্রক্রিয়া শেষে তাদেরকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে।'
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও একইরকম তথ্য দিয়েছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক বলেন, 'করোনা পরিস্থিতির কারণে অন্য সময়ের মতো করে ভাবার সুযোগ নেই। সব ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করব আমরা। অস্ট্রেলিয়ার বাকি শর্তগুলো নিয়ে আমরা কাজ করছি।'
বাংলাদেশে খুব একটা সফর করে না অস্ট্রেলিয়া। এ কারণেই মূলত অজিদের দেওয়া কঠিন শর্ত মেনে নিয়েছে বিসিবি। এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলে প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। ২০১১ সালের এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে যাওয়া অস্ট্রেলিয়া ২০১৭ সালে সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট খেলতে এসেছিল। এরপর আর বাংলাদেশে সফর করেনি তারা।
পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে এই মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ যাবে অস্ট্রেলিয়া। উইন্ডিজের বিপক্ষে তাদের শেষ ম্যাচ ২৫ জুলাই। ওয়েস্ট ইন্ডিজ থেকেই বাংলাদেশে আসবে অজিরা। এই সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অ্যারন ফিঞ্চের দল। সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে, ২ আগস্ট সিরিজ শুরু হতে পারে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ দিনে ৫টি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা।