আইপিএল টাইটেল স্পনসর চীনা কোম্পানির, বয়কটের ডাক
ভারত জুড়ে চীন বিরোধী মনোভাব বেশ জোরালো, এরকম সময়ে বিসিসিআই আইপিএলের স্পনসর হিসেবে চিনা সংস্থাগুলির সঙ্গেই চুক্তি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। চীনা কোম্পানির সঙ্গে চুক্তি বহাল রাখা হবে এমন আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। শেষে এই আশঙ্কাই সত্যি হল।
এখন আরএসএসের সহযোগী সংস্থা স্বদেশী জাগরণ মঞ্চ চীনা সংস্থাগুলির সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত বিবেচনার দাবি জানিয়েছে বিসিসিআইকে। তাদের কথা যদি ভারতীয় ক্রিকেট বোর্ড চীনা কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল না করে, তবে চীনা পণ্যের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও বয়কট করার ডাক দেবে। উল্লেখ্য, এর আগে গালওয়ান সংঘর্ষে নিহত ভারতীয় জওয়ানদের সম্মান জানাতে স্বদেশী জাগরণ মঞ্চ দেশজুড়ে চীনা পণ্য বয়কট করার আন্দোলন চালাচ্ছে।
আরএসএসের সহযোগী সংস্থার কথা, বিসিসিআইয়ের সিদ্ধান্ত দেশের ভাবাবেগকে থোড়াই কেয়ার করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে বিসিসিআই আসলে দেশের মানুষকে অপমান করেছে। তাই তারা মনে করে ভারতীয় বোর্ড সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে সবার উচিত হবে আইপিএল টুর্নামেন্ট বয়কট করা।
আরএসএসের সহযোগী সংস্থার তরফে বলা হয়, সারা বিশ্ব যেখানে চীনকে বয়কট করছে, তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের বোঝা উচিত ছিল, দেশের থেকে বড় আর কিছুই নয়।
শুধু স্বদেশী জাগরণ মঞ্চই নয়, ব্যক্তিগতভাবে আইপিএলের চীনা স্পনসর প্রসঙ্গে মুখ খুলেছেন অনেকেই। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করেছেন, 'কেটে গেল আত্মনির্ভর ভারত অভিযান। ফিরে এল ক্রিকেট-চীন মুনাফাবাদী দ্বিচারিতা।'