উইকেটে কাজটা কী, সেটাই জানতেন না কোহলিরা!
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/03/13/kohli.jpg)
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ফুরফুরে মেজাজেই ছিল ভারত। যে ভেন্যুতে ইংলিশদের নাকানি-চোবানি খাইয়ে শেষ দুটি টেস্ট জিতেছে, সেই আহমেদাবাদেই ছিল প্রথম টি-টোয়েন্টি। কিন্তু স্পিন স্বর্গে ইংল্যান্ডকে বোকা বানাতে গিয়ে এবার ভারতই বোকা বনে গেছে। ইংলিশ পেসারদের তোপে মাত্র ১২৪ রানেই ইনিংস শেষ হয় বিরাট কোহলির দলের।
ছোট লক্ষ্য পাড়ি দিতে নেমে কোনো বেগই পেতে হয়নি ইংল্যান্ডকে। ভারতের স্পিনারদের পাড়ার বোলারে পরিণত করে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় ইয়ইন মর্গানের দল। একটি ম্যাচ হারতেই পারে পরাশক্তি ভারত, কিন্তু যেভাবে হেরেছে ঘরের মাঠের দলটি, তা নিয়ে রীতিমতো গোলমাল লেগে গেছে। যা ভারত অধিনায়ক বিরাট কোহলিও পাশ কাটিয়ে যেতে পারছেন না।
নিন্দুকদের চেয়ে কোহলিই অবশ্য নিজেদের বেশি সমালোচনা করছেন। উইকেটে কী করতে হবে, সেটা নিজেদের জানা ছিল না বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। এ কারণেই ১২৪ রানের মতো ছোট সংগ্রহ গড়ে ইনিংস শেষ করতে হয়েছে বলে মনে করেন তিনি।
প্রথম সারির কয়েক ব্যাটসম্যানের স্কোর সেটাই বলে দেয়। ওপেনার শিখর ধাওয়ান খরচা করেছেন ১২টি বল। কিন্তু আদিল রশিদ-জফরা আর্চারদের বোলিংয়ের বিপক্ষে রান তুলতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে তাকে। ১২ বলে ৪ রান করে থামেন তিনি। ৪ বলে ১ রান করে ফেরেন লোকেশ রাহুল। অধিনায়ক কোহলি ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।
কোহলির কাছে তাই মনে হয়েছে, উইকেটে করণীয় কী, সেটাই জানা ছিল না তাদের, 'উইকেটে কী করণীয় ছিল, সে সম্পর্কে আমরা অবগত ছিলাম না। শট খেলার দৈন্যতাসহ আমাদের আরও কিছু বিষয়ে সমস্যা খুঁজে বের করতে হবে।'
যদিও এই এক হার নিয়ে পড়ে থাকছেন না কোহলি। ভুল মেনে নিয়ে শট খেলার জায়গাগুলোর স্পষ্টতা নিয়ে কাজ করতে বলছেন ভারত অধিনায়ক, 'ভুল মেনে নিয়ে শট খেলতে চাওয়ার জায়গাগুলোর স্পষ্টতা নিশ্চিত হতে হবে, লক্ষ্য পরিষ্কার করতে হবে। উইকেটের কারণে আপনি আপনার পছন্দের অঞ্চলে সব সময় শট খেলতে পারবেন না।'
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লো ভারত। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ১৪ মার্চ আহমেদাবাদেই অনুষ্ঠিত হবে। পরের তিনটি টি-টোয়েন্টিও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।