এশিয়া কাপ নিয়ে আশাবাদী বিসিবি
করোনাভাইরাসের প্রকোপে কিছুই আর আগের মতো নেই। চিরচেনা সব কিছু এখন বড্ড অচেনা। তবে বদলে গেলেও সবখানেই এখন একই অবস্থা। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে সব দেশেই লকডাউন অবস্থা জারি, সবাই ঘরবন্দী। স্বাভাবিকভাবেই এতে জনজীবন বিপর্যস্ত।
খেলার মাঠেও পড়েছে এর প্রভাব। বৈশ্বিক সব খেলাই স্থগিত হয়ে গেছে। একইভাবে স্থগিত হয়ে গেছে ক্রিকেটের সব সিরিজ। আন্তর্জাতিক সিরিজের মতো ঘরোয়া ক্রিকেটও বন্ধ রাখা হয়েছে ক্রিকেট খেলুড়ে প্রতিটি দেশে। করোনাভাইরাসের কারণে বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফর ও আয়ারল্যান্ড সফর স্থগিত হয়ে গেছে। অস্ট্রেলিয়াও বাংলাদেশে আসছে না দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।
অনেক সিরিজ স্থগিত হয়ে গেছে, আবার আগামীর অনেক সিরিজের ভাগ্য অন্ধকারে পড়ে গেছে। এর মধ্যে আছে এশিয়া কাপ। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টটি দুবাইতে চলে যাওয়ার কথা শোনা গেছে। কিন্তু করোনায় সৃষ্ট অবস্থার কারণে আসরটিই আর অনুষ্ঠিত হবে না, এমন শঙ্কা দেখা দিয়েছে।
যদিও এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশাবাদী। নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিপিএলের পাশাপাশি এশিয়া কাপকে লক্ষ্য বানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এ কারণেই এখনই এশিয়া কাপের ভাগ্য নিয়ে না ভেবে ইতিবাচক থাকতে চায় বিসিবি ।
এশিয়া কাপের ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, 'আমি মনে করি ইতিবাচক থাকাই ভালো। পুরো বিশ্বই অনিশ্চয়তার মধ্যে আছে। সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে আমাদের, অর্থাৎ আমরা ৫ মাস সময় পাচ্ছি। অনিশ্চয়তার কথা না ভেবে দেখা যাক পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে যায়।'
এশিয়া কাপে অংশ নেওয়া প্রতিটি দলের কাছে আসরটি মর্যাদার একটি লড়াই। এ কারণে আসরটি নিয়ে ইতিবাচকভাবে চিন্তা করার পক্ষে বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, 'আমরা সবাই জানি, এশিয়া কাপে অংশ নেওয়া প্রতিটি দলের কাছে এটা কতটা মর্যাদার আসর। এ কারণে এই আসরটি নিয়ে আমাদের ইতিবাচকভাবে ভাবতে হবে।'
বিসিবি আশাবাদী হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠেয় এবারের এশিয়া কাপ নিয়ে শঙ্কায় পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি বলেছেন, 'এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা আছে। কোনো কিছুই চূড়ান্ত হয়নি। পুরো বিশ্বই অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে।'
এহসান মানি আরও বলেন, 'আপনি জানেন না সেপ্টেম্বরে কী অবস্থা হবে। আমাকে ভুল বুঝবেন না কিন্তু অনেক কিছুই বিবেচনা করে এসব বলছি। এখানে অনুমান সাহায্য করবে না আপনাকে। আশা করি, মাস খানেকের মধ্যে পরিস্থিতি উন্নতি হবে।'