ঘোর সঙ্কটে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট, হতে পারে নিষিদ্ধ
আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার জ্বালা ভালো করেই জানে দক্ষিণ আফ্রিকা। বর্ণবাদের কারণে দুই-এক বছর নয়, ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল দেশটি। আবারও নিষেধাজ্ঞার খড়্গে পড়তে পারে দক্ষিণ আফ্রিকা। এবার বর্ণবাদ নয়, ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে অন্ধকার নেমে আসতে পারে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে দেশটির সরকার। আইসিসির নিয়মে বলা আছে, কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ অবৈধ।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে সরকার নিয়ন্ত্রণ নেওয়ায় দেশটিকে নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে। একই কারণে গত বছর জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। কয়েক মাস পরে আবার সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয় জিম্বাবুয়েকে।
রয়টার্স তাদের খবরে বলেছে, দক্ষিণ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পরিচালনা পর্ষদকে (সিএসএ) এক মাসের জন্য স্থগিত করেছে। এ সময়ে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের আচরণ ও দুর্নীতি নিয়ে তদন্ত করা হবে।
দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি যৌথভাবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, অনেকদিন ধরেই বোর্ডের শীর্ষ কর্মকর্তারা অসৎ আচরণ ও দুর্নীতি করে আসছেন।
তাদের এসব কর্মকাণ্ডের কারণে ক্রিকেটের প্রতি দেশের মানুষ, স্পনসর, খেলোয়াড়েরা আস্থা ও বিশ্বাস হারিয়েছে বলে মনে করে দক্ষিণ আফ্রিকার স্পোর্টস ফেডারেশন ও অলিম্পিক কমিটি। এসব বিষয় নিয়ে কয়েক দফা আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সর্বোচ্চ পর্যায়ের এই সংস্থাটি।