চড়া মূল্যে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চড়া মূল্যে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ব্যান-টেক নামের একটি বিজ্ঞাপনী সংস্থা ।
উন্মুক্ত নিলামের মাধ্যমে বাংলাদেশভিত্তিক মার্কেটিং এজেন্ট এই প্রতিষ্ঠানটি বিসিবির কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনেছে। গাজী টিভি এবং টি-স্পোর্টসও নিলামে অংশ নিয়েছিল। সম্প্রচার স্বত্ব বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'ব্যান-টেক সর্বোচ্চ মূল্য দিয়ে আসন্ন সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। তাদের চ্যানেল আছে। আমরা যে কাগজ-পত্র তাদের কাছ থেকে পেয়েছি, সে হিসেবে তাদের নির্ধারিত চ্যানেলে দেখাবে। তবে তারা নিজেদের চ্যানেল কিংবা অন্য কোনো প্রতিষ্ঠিত চ্যানেলে এই স্বত্ব বিক্রি করতে পারবে।'
প্রধান নির্বাহী সর্বোচ্চ মূল্যের কথা জানালেও সংখ্যাটি নির্দিষ্ট করে বলেননি। বিসিবি সূত্রে জানা গেছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজে সম্প্রচার স্বত্ব বাবদ ১৭ কোটি ৯৭ লাখ টাকা দেবে ব্যান-টেক।
সম্প্রচার স্বত্ব পাওয়ার দৌড়ে গাজী টিভি ও টি-স্পোর্টসও পিছিয়ে ছিল না। তিনটি প্রতিষ্ঠানই কাছাকাছি বিডিং করেছে। গাজী টিভির বিডিংয়ের পরিমাণ ১৭ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। টি-স্পোর্টস ১৭ কোটি ৯০ লাখ টাকা পর্যন্ত বিডিং করে।
২০১৪ সালে ২ কোটি ২৫ লাখ ডলারে (প্রায় ১৬৩ কোটি টাকা) গাজী টিভির কাছে ছয় বছরের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করেছিল বিসিবি। ছয় বছরে অনেকগুলো সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই হিসেবে একটি সিরিজের সম্প্রচার স্বত্ব থেকে ১৮ কোটি টাকা পাওয়া অবিশ্বাস্যই। করোনাকালের হিসাব করলেও এই অর্থ বিসিবির প্রত্যাশার চেয়ে অনেক বেশি।
আপাতত দীর্ঘমেয়াদে সম্প্রচার স্বত্ব বিক্রি করার পরিকল্পনা নেই বিসিবি। যে কারণে আর দরপত্র আহ্বান করা হবে না। সিরিজ অনুযায়ী সম্প্রচার স্বত্ব বিক্রি করার ইচ্ছার কথা জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।