তিনে নেমে গেলেন মেসি, তালিকায় একমাত্র ক্রিকেটার কোহলি
২০২০ সালে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এবারের তালিকায় বেশ রদবদল এসেছে। গত বছর তালিকার শীর্ষে ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ফোর্বসের হিসাবে এবার আয়ে মেসিকে পেছনে ফেলেছেন সুইজারল্যান্ডের টেনিস সুপার স্টার রজার ফেদেরার।
মেসিকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরার। দুই নম্বরে আছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিন নম্বরে মেসি। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় জায়গা হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। কোহলির বাৎসরিক আয় ২ কোটি ৪০ লাখ ডলার।
১৯৯০ সালে এই র্যাঙ্কিং চালু হয়। প্রথমবারের মতো কোনো টেনিস খেলোয়াড় হিসেবে ফেদেরার শীর্ষে উঠলেন। ফোর্বসের হিসাবে ১ জুন ২০১৯ থেকে ১ জুন ২০২০ পর্যন্ত ফেদেরার আয় করেছেন ১০ কোটি ৬৩ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯০২ কোটি)।
পুরষ্কারের টাকা, বেতন, চুক্তি বোনাস, এন্ডোর্সমেন্ট ও রয়্যালিটির হিসাবে এই তালিকা করা হয়। ফেদেরারের ১০ কোটি ডলার আয় হয়েছে কেবল এন্ডোর্সমেন্ড থেকেই।
দুই নম্বরে থাকা রোনালদোর আয় ১০ কোটি ৫০ লাখ ডলার। তিনে নেমে যাওয়া মেসির আয় ১০ কোটি ৪০ লাখ ডলার। চার নম্বরে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার আয় ৯ কোটি ৫৫ লাখ ডলার। ৮ কোটি ৮২ লাখ ডলার আয় করা আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস আছেন পাঁচ নম্বরে।
শীর্ষ দশে আর কোনো ফুটবল বা টেনিস খেলোয়াড় নেই। বাস্কেটবল, গলফ ও এনএফএল- এর তারকারা দখল করেছেন বাকি জায়গাগুলো। বর্তমান সময়ের র্যাঙ্কিংসেরা টেনিস তারকা নোভাক জকোভিচ আছেন ২৩ নম্বরে। স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল আছেন ২৭ নম্বরে।
নারী অ্যাথলেটদের মধ্যে শীর্ষে আছেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। ৩ কোটি ৭৪ লাখ ডলার আয় করা ওসাকা আছেন ২৯ নম্বরে। ৩ কোটি ২০ লাখ ডলার আয় করা আমেরিকান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ৩৩ নম্বরে আছেন। এ ছাড়া কোনো নারী টেনিস খেলোয়াড় তালিকায় নেই।