দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে তামিমকে ছাড়িয়ে হাসানুজ্জামান
রান পাহাড় তাড়া করতে নেমে ব্যাটকে খোলা তরবারিতে পরিণত করা ছাড়া উপায় ছিল না পারটেক্স স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যনদের। এই কাজটি কেবল করতে পারলেন তাদের ওপেনার হাসানুজ্জামান। চার-ছক্কার ফুলঝুরি সাজিয়ে টি-টোয়েন্টিতে দেশের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও তুলে নিলেন এই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান। এরপরও দলকে জেতাতে পারলেন না হাসানুজ্জামান।
সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির রেলিগেশন লিগে ওল্ড ডিওএইসএসের বিপক্ষে ২৩ রানের হেরে গেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। রান বন্যার এই ম্যাচে দুই অপরাজিত ব্যাটসম্যান রাকিন আহমেদের ৯২ ও মোহাইমিনুল খানের ৫০ রানের সুবাদে ২ উইকেটে ১৯৯ রান তোলে ডিওএইসএস। জবাবে হাসানুজ্জামানের ১০৫ রানের অসাধারণ ইনিংসের পরও ৮ উইকেটে ১৭৬ রানে পারটেক্সের ইনিংস।
৪৮ বলে সেঞ্চুরি করে কেবল ব্যাট উঁচিয়েই থামলেন না ম্যাচ সেরা হাসানুজ্জামান, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে সেজদাহ করেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার দিন ৫২ বলে ১১টি চার ও ৭টি ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলেন পারটেক্সের অধিনায়ক।
এই ইনিংসটি দিয়ে তামিম ইকবালকে ছাড়িয়ে গেলেন হাসানুজ্জামান। টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার। ২০১৯ বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৬১ বলে ১৪১ রানের হার না মানা ইনিংস খেলার পথে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম। এবার তার চেয়ে ২ বল কম খেলেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন হাসানুজ্জামান।
সংক্ষিপ্ত এই ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরির মালিক পারভেজ হোসেন ইমন। বিশ্বজয়ী যুব দলের এই সদস্য গত ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন। এরপরই ছিলেন তামিম, হাসানুজ্জমানের কাছে জায়গাটা ছাড়তে হলো তাকে। পরের দুটি দ্রুততম সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তর। ৫১ ও ৫২ বালে দুটি টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
বাংলাদেশের দশম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির মালিক হলেন হাসানুজ্জমান। তার আগে এই ফরম্যাটে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ ও মিজানুর রহমান। এবারের লিগে প্রথম সেঞ্চুরিটি করেন মিজানুর। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে তামিম ৩টি ও নাজমুল শান্ত দুটি সেঞ্চুরি করেছেন। বাকি সবার সেঞ্চুরি একটি করে।
হাসানুজ্জামানের আগে দারুণ ব্যাটিং করেন ডিওএইসএসের ব্যাটসম্যান রাকিন আহমেদ। ৫৮ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। পরে অধিনায়ক মোহাইমিনুল হকও রানের দেখা পান। ৩৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় হার না মানা ৫০ রান করেন তিনি।