পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-২০ আজ
কঠোর নিরাপত্তার মধ্যে আজ শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু করছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
তবে শুরু থেকেই পাকিস্তানের সঙ্গে তাদের মাটিতে খেলতে যাওয়া নিয়ে রাজি ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি দেশের বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও আপত্তি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রবল বিরোধিতা শুরু হয়।
সর্বশেষ ২০০৮ সালের পর গত বুধবার পাকিস্তান সফরে যায় বাংলাদেশ। তবে ২০০৯ সালে শ্রীলংকা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি অন্য কোনো দেশের ক্রিকেট দল।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা দলের সফর এবং আইসিসি থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য চাপ থাকায় পাকিস্তান সফরে যায় বাংলাদেশ।
চার মাসে তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ। প্রথম দফায় তিন ম্যাচের টি-২০ সিরিজ। দ্বিতীয় দফায় একটি টেস্ট এবং তৃতীয় দফায় একটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে টাইগাররা।
সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় ও হারের স্বাদ রয়েছে বাংলাদেশের। এর মধ্যে ভারতকে হারানো ছিল উল্লেখযোগ্য।
অপরদিকে, পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা।
টি-২০ অধিনায়ক মাহমুদুুল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাদেশ দলে অধিকাংশই নতুন ক্রিকেটার। এ দলে মুশফিক-সাকিব না থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে পাকিস্তানের বিপক্ষে ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
‘বঙ্গবন্ধু’ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সিরিজ নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক। তিনি বলেন, এই ফরম্যাটে পাকিস্তান দুর্দান্ত দল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের পারফরম্যান্সের দিকে চোখ রাখলে বুঝা যাবে, আমরা দ্রুতই উন্নতি করছি।