ফিল্ডিংয়ের দুর্দশা কাটাতে বাংলাদেশের ‘বিশেষ’ প্রস্তুতি
গত মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ফরম্যাটে একটি ম্যাচেও জিততে পারেনি তারা। ব্যাটে-বলে কোনো ধারাবাহিকতায় ছিল না সফরকারী দলটির। একটি ম্যাচে কেবল জয়ের সম্ভাবনা জেগেছিল, কিন্তু ফিল্ডিং মিসের মহড়ায় কিউইদের মাটিতে অধরা জয়ের দেখা মেলেনি।
কেবল ওই ম্যাচেই নয়, পুরো নিউজিল্যান্ড সফরে ফিল্ডিংয়ে চরম ব্যর্থ ছিল বাংলাদেশ। ক্যাচ উঠলে বেশিরভাগই মাটিতে পড়েছে, গ্রাউন্ড ফিল্ডিংয়েও ছিল অগোছালো অবস্থা। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজেও বাংলাদেশের ফিল্ডিংয়ের বেহাল দশা ছিল স্পষ্ট। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেই ভুল করতে চায় না বাংলাদেশ।
অন্যান্য সময়ের মতো ব্যাটিং-বোলিংয়ে প্রস্তুতি চলছে, বিশেষ প্রস্তুতি হচ্ছে ফিল্ডিংয়ে। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনে আলাদা করে ফিল্ডিং অনুশীলন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ দলের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে বিবেচিত আফিফ হোসেন ধ্রুব শনিবার অনুশীলন শেষে জানালেন ফিল্ডিংয়ে বিশেষ মনোযোগ দেওয়ার কথা।
তরুণ এই ক্রিকেটার বলেন, 'নিউজিল্যান্ডে আমাদের ফিল্ডিংটা তেমন একটা ভালো হয়নি সব মিলিয়ে। তবে আমরা আমাদের প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছি। প্রত্যেক অনুশীলন শেষে আমাদের ফিল্ডিং সেশন থাকছে। চেষ্টা করছি যেন ভালো কিছু করতে পারি এবং ম্যাচে যেন একই ভুল আর না হয়।'
লঙ্কানদের বিপক্ষে সিরিজের আগে অনুশীলনের পর্যাপ্ত সময় মেলায় সন্তুষ্টির কথা জানালেন আফিফ। তার ভাষায়, 'একটা সিরিজের আগে এ রকম লম্বা সময় ধরে আমরা অনুশীলন করতে পারছি, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। অবশ্যই এটা আমাদের খুব দরকার ছিল। যেটা সিরিজের আগে আমাদের প্রস্তুতিতে খুব সাহায্য করছে।'
আইপিএল খেলার কারণে শ্রীলঙ্কা সফরে ছিলেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজর রহমান। এ দুজন ফেরায় এই সিরিজে ভালো কিছু করা সম্ভব হবে বলে বিশ্বাস আফিফের, 'আমাদের যেহেতু পুরো দল আছে, সাকিব ভাই, মুস্তাফিজ ভাই থাকছেন; এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক দিক। আশা করি আমরা এ সিরিজটা খুব ভালোভাবে শেষ করব।'
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। এসে সাতদিনের কোয়ারেন্টিন করতে হবে লঙ্কানদের, এর মধ্যে তিন দিন রুমে কোয়ারেন্টিন। ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।