বিশ্বকাপ থেকে বাদ পড়তেই মেক্সিকোর কোচের দায়িত্ব ছেড়ে দিলেন তাতা মার্তিনো
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবকে হারিয়েও শেষ রক্ষা হলো না মেক্সিকোর। শেষ মুহূর্তে গোল খেয়ে 'সি' গ্রুপের সমীকরণে এগিয়ে গিয়ে শেষ ষোলতে পৌছেছে পোল্যান্ড; অথচ একই দিনে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরেছে পোলিশরা। সৌদি আরবের সাথে ম্যাচের আগেই আভাস পাওয়া গিয়েছিল যে ম্যাচটি হারলেই চাকরিচ্যুত হতে পারেন মেক্সিকোর কোচ তাতা মার্তিনো। মার্কা সূত্রে খবর, খেলা শেষে আর্জেন্টাইন কোচ নিজেই জানিয়েছেন, রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ফুরিয়ে গিয়েছে তার চাকরির মেয়াদ!
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের সাথে গোলশূন্য ড্র করেছিল মেক্সিকো। এরপরের ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও ম্যাচজুড়ে তাদের আক্রমণ ছিল স্পষ্ট। সৌদি আরবের সঙ্গে খেলায়ও আধিপত্য বিস্তার করেছিল মার্তিনোর শিষ্যরা। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়েই কপাল পুড়েছে তাদের!
তবে কোচ হিসেবে তাতা মার্তিনোর বিদায়ের ধরনটা একটু অন্যরকম। এর আগে ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পরেও কোচ হুয়ান কার্লোস অসোরিও চাকরি ছেড়ে দেওয়ার কথা বলেননি।
কিন্তু এবার সৌদি আরবের সাথে খেলা শেষ না হতেই সংবাদ সম্মেলন কক্ষে ছুটে এসেছেন তাতা মার্তিনো। এসময় তিনি বলেন, "আজকে আমাদের এই হৃদয়ভঙ্গের জন্য মূলত আমিই দায়ী! এই বিশ্বকাপে ব্যর্থতার দায় আমরা মাথা পেতে নিচ্ছি। রেফারির শেষ বাঁশি বাজতেই আমার চুক্তিনামার মেয়াদ ফুরিয়েছে। আমার আর কিছুই করার নেই এখানে।"
ইএসপিএন সূত্রে জানা গেছে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর আর কোচের দায়িত্বে থাকতে চান না মার্তিনো এবং ইতোমধ্যেই দলের খেলোয়াড়-স্টাফদের থেকে বিদায় নিয়েছেন তিনি।
সৌদি আরবের বিপক্ষে মার্তিনোর খেলার কৌশল দেখার পর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের কৌশল নিয়ে প্রশ্ন উঠতে পারে। মেক্সিকান ফুটবল ফেডারেশন মার্তিনোকে সেই প্রশ্নবাণে বিদ্ধ করার সম্ভাবনাও ছিল, কিন্তু তাদেরকে সেই সুযোগ দিতে নারাজ এই কোচ।
আগামী শনিবার-রবিবারের মধ্যেই দেশে ফিরবে মেক্সিকো ফুটবল দল। তবে মার্তিনোও দলের সাথেই ফিরবেন কিনা তা এখনও জানা যায়নি। মার্তিনোর প্রস্থানের পর নতুন কোচ খোঁজায় লেগে পড়তে হবে মেক্সিকান ফুটবল ফেডারেশনকে। আগের কোচদের পারফরমেন্স বিবেচনায়, ২০২৬ বিশ্বকাপের জন্য দলের দায়িত্ব নিতে একজন মেক্সিকান কোচ খুঁজে নেওয়াই হয়তো সঠিক সিদ্ধান্ত হবে তাদের জন্য!