বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন নিয়ে 'গর্বিত' কোচ স্কালোনি
ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। অংশগ্রহণ বা সংশ্লিষ্টতা না থাকলেও বিশ্বকাপ নিয়ে উন্মাদনার শেষ নেই বাংলাদেশে। দেশটিতে জনপ্রিয়তায় ক্রিকেট অনেক এগিয়ে থাকার পরও কাতার বিশ্বকাপ নিয়ে মজে আছে খেলামোদীরা।
বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে এ দেশের মানুষের আগ্রহ চূড়ায়। কখনও কখনও তা সীমা ছাড়িয়ে যায়। বিষয়টি নজরে পড়েছে আর্জেন্টিনার। তাদের দলকে সমর্থন দেওয়ায় বাংলাদেশের ভক্তদের ধন্যবাদ জানিয়েছে তারা।
বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছে আর্জেন্টিনা জাতীয় দলের টুইটার হ্যান্ডল। দূর দেশের ভক্তদের প্রশংসা করে দেওয়া টুইটে কয়েকটি ছবি প্রকাশ করেছে 'সিলেকশন আর্জেন্টিনা' নামে দলটির ভেরিফাইড টুইটার হ্যান্ডেল। যেখানে দেখা যায় অনেক মানুষ এক সাথে হই-হুল্লোড় করে খেলা দেখছেন।
এবার সেই দলে শামিল হলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা নিয়ে প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, 'এটি খুবই গর্বের বিষয় যে বাংলাদেশের মতো ভিন্ন একটি দেশ আমাদের এভাবে সমর্থন করে। এতো ভালোবাসার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।'
বিশ্বকাপে না থেকেও বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে কাতার থেকে আর্জেন্টিনায়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে হাজার হাজার মাইল দূরের দেশ আর্জেন্টিনার মানুষও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ।