বরখাস্ত হলেন এনরিকে, স্পেনের নতুন কোচ দে লা ফুয়েন্তে
স্পেনের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন লুইস এনরিকে। নতুন কোচ হিসেবে দে লা ফুয়েন্তেকে নিয়োগ দিয়েছে স্প্যানিশ ফেডারেশন।
কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার মাশুল গুনতে হল লুইস এনরিকেকে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন বরখাস্ত করেছে তাকে।
২০১০ বিশ্বকাপ জেতার পর টানা তিনটি বিশ্বকাপের শেষ আটে পৌঁছাতে ব্যর্থ হল স্পেন। এবার বেশ তারুণ্যনির্ভর দল নিয়ে বিশ্বকাপে এসেছিল স্পেন। কিন্তু শেষ্ররক্ষা হয়নি।
সেই দায়ভার নিয়েই চাকরিচ্যুত হতে হল এনরিকেকে। নতুন কোচও নিয়োগ দিয়েছে স্প্যানিশ ফেডারেশন।
দলের দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ ক্লাব সেভিয়া এবং বিলবাওয়ের সাবেক খেলোয়াড় লুইস দে লা ফুয়েন্তে।