বার্সাকে আজ আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন মেসি
বার্সেলোনা ঘোষণা দেওয়ার পরও অনেকের আশা ছিল, লিওনেল মেসি শেষ পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থেকে যাবেন। কিন্তু এবার আর সুখবর মেলেনি বার্সেলোনা ভক্তদের। বার্সা-মেসির পথ বেঁকে গেছে, দীর্ঘদিনের সম্পর্ক অবশেষে ছিন্ন। এবার বিদায় জানানোর সময়ও চলে এলো।
আজ আনুষ্ঠানিকভাবে প্রিয় ক্লাবকে বিদায় জানাবেন মেসি। ন্যু ক্যাম্পে আজ সংবাদ সম্মেলন ডেকেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, যা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।
মেসি যে বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছেন, সেই ঘোষণাটা বার্সেলোনাই দেয়। এক বিবৃতিতে বার্সেলোনা কর্তৃপক্ষ জানায়, দুই পক্ষ মতৈক্যে পৌঁছানোর পরও লা লিগার আর্থিক ও কাঠামোগত বাধার কারণে নতুন চুক্তি করা সম্ভব হয়নি। এরপর কয়েকদিন চলে গেলেও এ নিয়ে কোনো মন্তব্য করেননি মেসি। অবশেষে নিরবতা ভেঙে কথা বলতে যাচ্ছেন মেসি।
বার্সার বিবৃতিতে বোঝা গিয়েছিল, কেন মেসিকে রাখতে পারছে না তারা। এর বিস্তারিত ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনও করেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। যেখানে তিনি বলেন, 'আমি ব্যথিত, কিন্তু লিওকে বার্সেলোনায় রাখতে আমরা সব ধরনের চেষ্টা করেছি। আমরা মতৈক্যে পৌঁছেছিলাম। লিও বার্সায় থাকতে চেয়েছিল, আমরাও চেয়েছিলাম তাকে রাখতে। কিন্তু মেসিকে ছাড়াই নতুন অধ্যায় শুরু করতে হবে। আমরা লিওর প্রতি কৃতজ্ঞ থাকব।'
মেসিকে দলে রাখতে বার্সা কতোটা দৌড়াঝাঁপ পেরেছে, কোনো কোন বাধার কারণে তাকে দল রাখা সম্ভব হয়নি, এসবের ব্যাখ্যা দিয়েছেন হুয়ান লাপোর্তা। কিন্তু এ নিয়ে মেসির পক্ষ থেকে কিছুই জানা যায়নি। আজ সংবাদ সম্মেলনে বার্সাকে বিদায় জানানোর পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল জাদুকর হয়তো ক্লাব ছাড়ার কারণও জানাবেন।
অনেকেরই ধারণা ছিল, বার্সাতেই ক্যারিয়ার শেষ করবেন মেসি। কৃতজ্ঞ মেসিও বিভিন্ন সময়ে বার্সাতেই ক্যারিয়ার শেষ করার কথা জানিয়েছেন। কিন্তু গত বছরের আগস্টে হঠাৎই সব উত্তাল হয়ে পড়ে। বুরোফ্যাক্স করে দল ছাড়ার কথা বার্সাকে জানিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেবার চুক্তির মারপ্যাঁচে বাধ্য হয়ে আরও একটি মৌসুম কাতালান ক্লাবটিতে থাকতে হয় আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে। আর এবার ইচ্ছা থাকার পরও প্রিয় ক্লাবের হয়ে আর খেলার সুযোগ হচ্ছে না তার।