মেসিকে ছেড়ে দিয়ে চরম ভুল করেছে বার্সেলোনা: বার্তোমেউ
বার্সেলোনা ফুটবল ক্লাবের ইতিহাসে সবচেয়ে আলোচিত-সমালোচিত প্রেসিডেন্টদের অন্যতম জোসেপ মারিয়া বার্তোমেউ। ক্লাবকে দেনার দায়ে ডুবিয়ে এক রকম চাপে পড়েই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।
এরপর আসে হুয়ান লাপোর্তার যুগ। কিন্তু নতুন করে স্বপ্ন দেখতে না দেখতেই দুর্যোগের ঝড় হিসেবে ক্লাব কিংবদন্তি লিওনেল মেসির বিদায়!
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার ম্যাচগুলোতে ধুঁকতে থাকা বার্সেলোনাকে নিয়ে এবার সমালোচনায় মুখর সেই বার্তোমেউ! জানালেন, আর্জেন্টাইন সুপারস্টারকে ছেড়ে দিয়ে চরম ভুল করেছে বার্সা।
বার্তোমেউ বলেন, চলতি মৌসুমে লিওনেল মেসিকে ক্লাব ছেড়ে যেতে দেওয়া ছিল একটা বাজে সিদ্ধান্ত এবং ভুলও বটে। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, কেন ২০২০ সালে ক্ষুদে জাদুকরকে ক্লাব ছাড়তে দেননি। কারণ বার্তোমেউ চাননি, মেসি ইউরোপের অন্য কোনো প্রতিপক্ষ দলে খেলুক!
ছয়বারের ব্যালন ডি-অরজয়ী তারকা লিওনেল মেসি ২০২০ সালে বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের বাধায় তাকে আটকে রাখতে পেরেছিলেন বার্তোমেউ। অন্যদিকে, এবার মেসি থাকতে চাইলেও ক্লাবের আর্থিক দুরাবস্থার জন্য তাকে ধরে রাখা সম্ভব হয়নি। যদিও অনেকের ধারণা, বার্সেলোনা মেসিকে রাখার সর্বোচ্চ চেষ্টা করেনি!
সে যাই হোক, মেসির পিএসজিতে চলে যাওয়াটা মানতে পারছেন না সাবেক বার্সা প্রেসিডেন্ট।
কাতালানদের আর্থিক সংকটের মূল হোতা হিসেবে এখনো বিরাগভাজন হয়ে থাকা বার্তোমেউ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে বলেন, 'আমার সব সময়ই মনে হয়েছে, মেসিকে আমাদের দলে রাখতেই হবে। সেটা শুধুমাত্র মেসি বিশ্বসেরা খেলোয়াড় বলেই নয়, ক্লাবে তার বড় আর্থিক ও প্রাতিষ্ঠানিক ভূমিকার জন্যেও। মেসি শুধুমাত্র একজন ফুটবলারের চেয়েও বেশি কিছু, তাই তাকে যেতে দেওয়া ছিল মস্ত বড় ভুল।'
মেসির দল-বদলের নাটকীয়তায় দ্রুততম সময়ের মধ্যে তাকে ছিনিয়ে নিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। নেইমার ও এমবাপ্পের মতো তারকা সেখানে থাকায় মেসির পিএসজিতে যাওয়াটা খুব অবাক করার মতো কিছু নয়। তবু বার্সা কিংবদন্তিকে পার্ক দে প্রিন্সেসে দেখে মোটেও ভালো লাগছে না বার্তোমেউর।
২০২০ সালের কুখ্যাত ব্যুরোফ্যাক্স ঘটনার ব্যাপারে জানতে চাইলে বার্তোমেউ বলেন, "মেসি ক্লাব ছাড়তে চেয়েছিলেন তখন, কিন্তু আমি 'না' বলে দিয়েছিলাম।"
'মেসি বার্সার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বার্সাও তার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আমি জানতাম, মেসি চলে গেলে আমাদের দুর্দশায় পড়তে হবে, যা এখন দেখতে পাচ্ছি। আমি মেসিকে বলেছিলাম, তিনি যদি জাভি বা ইনিয়েস্তার মতো কাতার কিংবা চীনের ক্লাবে যেতে চান, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমরা সে ব্যাপারে কথা বলতে রাজি। কিন্তু আমি চেয়েছিলাম ইউরোপে বার্সাই হোক মেসির শেষ ক্লাব,' বলেন বার্তোমেউ।
-
সূত্র: গোল ডটকম