মেসিকে বিক্রি করলে জেল হতে পারে বার্সা সভাপতির
লিওনেল মেসিকে ধরে রাখতে বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ যে সর্বোচ্চ চেষ্টা করবেন, সেটা আগেই বোঝা গিয়েছিল। মেসি বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর আরও ভালোভাবে বোঝা গেছে বিষয়টি। কেন তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, সেটাও জানা গেল কয়েকদিন পর। অন্যান্য কারণের সঙ্গে নিজেকে বিপদমুক্ত রাখতেও মেসিকে ধরে রাখার চেষ্টা করবেন বার্তোমেউ।
কারণ মেসিকে বিক্রি করলে বড় অঙ্কের আর্থিক জরিমানা গুনতে হতে পারে বার্তোমেউর। এমনকি জেলেও যেতে হতে পারে তাকে। এমন হওয়ার জোরালো সম্ভাবনা না থাকলেও বিষয়টি অবাস্তব নয়। মেসিকে বিনামূল্যে ছাড়লে বড় বিপদে পড়তে হতে পারে তাকে।
মেসিকে বিনামূলে যেতে দিলে যে বার্তোমেউর জেল-জরিমানা হতে পারে, এ বিষয়টি জানিয়েছেন বিখ্যাত স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক গুইলেম বালাগ। বিসিবি রেডিওর লাইভ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন তিনি। এরপর এ নিয়ে একটি টুইটও করেন তিনি।
মেসির দাবি, বার্সার সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গেছে। কারণ চুক্তিতে আছে শেষ মৌসুমে বিনা রিলিজ ক্লজে বার্সা ছাড়তে পারবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। চুক্তি অনুযায়ী বার্সা ছাড়তে মেসির বাধা থাকার কথা নয়। শেষপর্যন্ত মেসির দাবি টিকে গেলে বিপাকেই পড়তে হবে বার্তোমেউকে।
কী কারণে বার্তোমেউকে বিপদে পড়তে হবে সেটার ব্যাখ্যা দিয়েছেন গুইলেম বালাগ। তিনি বলেন, 'প্রতিদ্বন্দ্বীদের সুযোগ দিতে চাইবেন না বার্তোমেউ। শেষ পর্যন্ত যদি মেসিকে ছেড়ে দিতে হয়, তাহলে পরবর্তী প্রেসিডেন্ট বা মৌসুমের টিকেট ক্রেতারা সম্পদের অপব্যবহারের কারণ দেখিয়ে মামলা করতে পারবেন।'
আর মামলা করলে আর্থিক জরিমানা বা জেল; যেকোনো একটা হবেই বার্তোমেউর। বালাগ আরও বলেন, 'বার্তোমেউর বিরুদ্ধে মামলা হলে নিজের পকেট থেকে বিশাল বড় অঙ্কের অর্থ জরিমানা দিতে হবে তাকে। এমনকি তাকে জেলেও যেতে হতে পারে। এ কারণেই মেসিকে আটকে রাখতে শেষ পর্যন্ত লড়াই করবেন বার্তোমেউ।'
বার্সার সভাপতি পদে সময় ফুরিয়ে এসেছে বার্তোমেউর। আগামী বছরই বার্সা থেকে বিদায় নিতে হবে তাকে। কারণ মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে অংশ তিনি নেবেন না বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। শেষ সময়ে এমন বিপদ নিশ্চয়ই চাইবেন না তিনি।
এ কারণে মেসিকে রাখতে উঠেপড়ে লেগেছেন বার্তোমেউ। নির্ভেজালভাবে দল ছাড়তে বার্সার সঙ্গে আলোচনার কথা জানালেও মেসির প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। কেবল মেসির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনায় বসতে রাজি বার্সা সভাপতি।
মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে বুধবার আলোচনায় বসবেন তিনি। ধারণা করা হচ্ছে, মেসিকে আরও দুই মৌসুম দলে রাখতে তার বাবাকে প্রস্তাব দেবেন বার্তোমেউ। মেসির বাবা রাজি না হলে অস্বস্তি বাড়বে বার্তোমেউর।