মেসির চুক্তিপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করলো বার্সেলোনা
বার্সেলোনার ফরওয়ার্ড লিওনেল মেসির সঙ্গে ক্লাবটির করা চুক্তিপত্র প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক- এল মুন্ডো।
চুক্তি ফাঁসের সঙ্গে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বার্সেলোনা। উল্টো ক্লাবটি দৈনিকটির বিরুদ্ধে 'যথাযথ আইনি ব্যবস্থা' নেওয়ার ঘোষণা দেয়।
আর্জেন্টিনার আন্তর্জাতিক মহাতারকা মেসি'র বয়স এখন ৩৩। মাত্র ১৩ বছর বয়সে তিনি বার্সেলোনায় যোগ দেন। তবে গত বছরের আগস্টে তিনি নিজের ক্লাব বদলের কথা জানান।
বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তিটি চলতি বছরের গ্রীষ্মে শেষ হচ্ছে। তারপর, তিনি ক্লাবটিতে থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
এসব কিছুর মধ্যেই হলো চুক্তিপত্র ফাঁস। এব্যাপারে দুঃখ প্রকাশ করে বার্সেলোনা তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, "নথিটি প্রকাশের সঙ্গে যেকোনো প্রকারে জড়িত থাকার দায় এফসি বার্সেলোনা অস্বীকার করছে। এই ঘটনায় কোনো ক্ষতি হলে আমরা এল মুন্ডো সংবাদপত্রের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেব।"
"মেসির চরিত্রকে কলঙ্কিত করা এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা চালানো হয়েছে, আমরা তার বিপক্ষে। এফসি বার্সেলোনা দৃঢ়ভাবে তাকে সমর্থন করছে। তিনি বিশ্ব ও ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড় হতে অক্লান্ত পরিশ্রম করেছেন।"
বার্সেলোনার হয়ে রেকর্ডসংখ্যক গোল করেছেন মেসি। তার অবদানে ক্লাবটির ঘরে উঠেছে লা লীগার দশটি শিরোপা। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন চারবার। এই পারফরম্যান্সের কারণে তিনি টানা ছয় বার বিশ্ব সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর সম্মাননা পান।
- সূত্র: বিবিসি