মেসির বার্সায় থাকা কঠিন, বলছেন মেসির বাবা
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর ফুটবল বিশ্ব এই বিষয়টি নিয়েই মেতে আছে। উৎকণ্ঠায় দিন কাটছে বার্সা সমর্থকদের। মেসি বার্সা ছেড়ে সত্যিই চলে যাচ্ছেন, নাকি থাকতেও পারেন; এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এটা চূড়ান্ত করতেই বার্সেলোনায় গিয়েছেন মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি।
মেসির সঙ্গে আলোচনায় অনাগ্রহী বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ মেসির বাবার সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছিলেন। বার্তোমেউর ডাকে সাড়া দিতে ব্যক্তিগত জেটে বার্সেলোনায় যান হোর্হে মেসি। কিন্তু এই আলোচনার ফল যে বার্সার জন্য খুব একটা ভালো সুখকর না, সেটা আগেই বোঝা গেছে।
বার্সা সভাপতির সঙ্গে বেঠকের আগে মেসির বাবা জানিয়েছেন, বার্সেলোনায় মেসির থাকাটা খুব কঠিন। বার্সেলোনায় বিমানবন্দরে পৌঁছে স্প্যানিশ সংবাদমাধ্যম দেপোর্তেস কুয়াত্রোর সঙ্গে কিছুটা কথা হয় হোর্হে মেসির।
স্প্যানিশ সংবাদমাধ্যমটির সাংবাদিক মেসির বাবাকে প্রশ্ন করেন, মেসি কি বার্সেলোনা ছেড়ে যাচ্ছে? জবাবে তিনি বলেন, 'জানি না।' সাংবাদিকও নাছোড়বান্দা। প্রশ্ন করেন, বর্তমান অবস্থায় তার কী মনে হচ্ছে। মেসির বাবা উত্তরে বলেন, 'বার্সায় থাকা কঠিন।'
মেসি ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন কিনা, ক্লাবটির কোচ পেপ গার্দিওলার সঙ্গে তার কথা হয়েছে কিনা; এসব নিয়েও প্রশ্ন করেন দেপোর্তেস কুয়াত্রোর সেই সাংবাদিক। কিন্তু এ নিয়ে তেমন কোনো উত্তর দেননি মেসির বাবা। জানিয়েছেন, গার্দিওলার সঙ্গে তার কথা হয়নি এবং এখনও কিছুই চূড়ান্ত হয়নি।
১৩ বছর বয়স থেকে বার্সেলোনায় মেসি। ২০ বছরের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিলেও মেসি চান তার দল ছাড়ার প্রক্রিয়াটা যেন ভালো হয়। এ কারণে বার্তোমেউ আলোচনার ডাক দিলে বাবাকে বার্সেলোনায় যেতে মানা করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।