মেসির বার্সায় থেকে যাওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ!
আলোচনা করে কোনো ফায়দাই হয়নি। দুই পক্ষই নিজেদের যুক্তি তুলে ধরে থেকে গেছে অনড় অবস্থানে। বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির দেড় ঘণ্টার বৈঠকের পরও তাই কোনো অগ্রগতি হয়নি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সা ছাড়ছেন নাকি শেষ পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থেকে যাবেন, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।
যদিও হোর্হে মেসি-বার্তোমেউয়ের বেঠকের পর আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরেভালো জানিয়েছেন, আরও এক মৌসুম বার্সেলোনাতেই থেকে যেতে পারেন মেসি। আর এই সম্ভাবনা ৯০ শতাংশ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে এসব জানান আলেভারো।
এ ছাড়া আর্জেন্টাইন এই সাংবাদিক একটি টুইটও করেছেন। বেশ কয়েক ঘন্টা আগে করা টুইটে আলেভারো লিখেছেন, 'মেসিকে নিয়ে আগামীকাল (আজকের কথা বলেছেন) চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। নতুন কিছু আসতে পারে দৃশ্যপটে। ২০২১ সালের জুন পর্যন্ত বার্সেলোনায় থেকে যাওয়ার ভালো সম্ভাবনা আছে বিশ্বসেরা এই ফুটবলারের।'
একই টুইটে তিনি আরও লিখেছেন, 'চুক্তির মেয়াদ পূর্ণ করার ব্যাপারে এই মুহূর্তে ভাবছেন মেসি। বার্সার শীর্ষ পর্যায়ের কর্তারা তাকে থেকে যাওয়ার অনুরোধ করেছেন। দ্রুতই মেসি এই বিষয়টির সমাধান করে সিদ্ধান্ত জানাবেন।'
নতুন জীবন দেওয়া বার্সার সঙ্গে মেসির পথচলা দুই দশকের। সর্বশেষ চুক্তি অনুযায়ী তার আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বার্সার হয়ে খেলার কথা। হোর্হে মেসি-বার্তোমেউয়ের বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসায় ধারণা করা হচ্ছে, চুক্তির মেয়াদ শেষ করতে পারেন মেসি।
অবশ্য আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আরও সময়ের জন্য দলে চায বার্সা। বৈঠকে মেসির বাবাকে দুই বছরের চুক্তির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ বেশ কয়েকটি সংবাদমাধ্যম। যদিও হোর্হে মেসি জানিয়েছেন, তার ছেলে আর বার্সায় থাকতে চান না।
চুক্তি নিয়েই এখন মূল সমস্যা। ক্লাব থেকে মন উঠে যাওয়া মেসির দাবি অনুযায়ী, বার্সার সঙ্গে তার চুক্তি এমন আছে যে, প্রতি মৌসুমের শেষে চাইলেই ক্লাব ছাড়তে পারবেন তিনি। কিন্তু বার্সা বলছে ভিন্ন কথা। তাদের প্রথম চেষ্টা মেসিকে ধরে রাখা। সেটা সম্ভব না হলে মেসিকে ছেড়ে দেবে তারা। তবে বাই আউট ক্লজের পুরো ৭০ কোটি ইউরো পরিশোধ করে তারপরই যেতে পারবেন মেসি।