রোনাল্ড কোমানের বরখাস্ত হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার: গিলেম বালাগ
বার্সেলোনা ম্যানেজার রোনাল্ড কোমান বরখাস্ত হতে চলেছেন, এবং পরবর্তী ম্যাচেই কাতালান ক্লাবটির ডাগআউটে নতুন কোনো ম্যানেজারকে দেখা যেতে পারে। স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ ও স্বনামধন্য সাংবাদিক গিলেম বালাগ জানিয়েছেন এ তথ্য।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে রোনাল্ড কোমানের দল। গত বুধবার বেনফিকার বিপক্ষে ০-৩ ব্যবধানের বড় পরাজয় এই ডাচ কোচের ভাগ্য লিখে দিয়েছে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
যদিও লা লিগায় এখনো অপরাজিত আছে বার্সা, কিন্তু ছয় ম্যাচে তিনবার ড্র করা কাতালানরা বর্তমানে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।
বালাগ বলেন, "কোমানকে বরখাস্ত করার খবর পাওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।"
"লিসবন থেকে বার্সেলোনায় ফেরার পথে বিমানেই ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাসহ বোর্ডের সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারা বিমানবন্দরে নেমেই (ক্লাবের) ট্রেনিং গ্রাউন্ডে গিয়েছেন, এবং সেখানে একসঙ্গে একটি পরিকল্পনা করেছেন।
"এখন সময়ই মূল কথা। শুধু কোমানকে বের করার বেলায় না, নতুন পরিকল্পনা বাস্তবায়নের বেলাতেও।"
কোমানের সঙ্গে লাপোর্তার সম্পর্ক মৌসুমের শুরু থেকেই খারাপ যাচ্ছে। দুইজনের রেষারেষি একাধিকবার জনসম্মুখেও উঠে এসেছে।
গত মৌসুমে বার্সায় যোগ দেওয়ার পর লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও আন্তোয়ান গ্রিজমানের মতো একাধিক তারকার প্রস্থান দেখতে হয়েছে কোমানকে। আর তার সময়কালেই স্মরণকালের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বার্সা।
"নিষেধাজ্ঞার জন্য কোমান শনিবার অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে এমনিতেও ডাগআউটে থাকছেন না। এজন্য তারা ভাবছেন, কাজটা (বরখাস্ত) কি এখনই করা উচিত, না ম্যাচের পর পর্যন্ত অপেক্ষা করা উচিত?" যোগ করেন বালাগ।
বার্সার পরবর্তী কোচ হিসেবে ক্লাবের সাবেক অধিনায়ক জাভি এবং বেলজিয়াম ম্যানেজার রবার্তো মার্টিনেজের নাম শুনা যাচ্ছে।
- সূত্র: বিবিসি