লকডাউনেও চলবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। এর আগে থেকেই বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ভবিষ্যত নিয়ে আলোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, বাংলাদেশ গেমস নির্ধারিত সময় পর্যন্ত চলবে নাকি লকডাউন শুরুর আগেই স্থগিত করা হবে।
লকডাউন শুরুর আগের দিন এই প্রশ্নের উত্তর মিলেছে। সোমবার থেকে শুরু হতে যাওয়া লকডাউনেও গেমস চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিষয়টি নিশ্চিত করেছেন বিওএ'র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি জানিয়েছেন, সূচি অনুযায়ীই সারা দেশে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সৈয়দ শাহেদ রেজা বলেন, 'ইনশা আল্লাহ, বাংলাদেশ গেমস চলবে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে বাকি থাকা সব ইভেন্ট শেষ করার চেষ্টা করছি আমরা।' তিনি জানান, সরকার সব বিষয়েই অবগত আছে। বাংলাদেশ গেমসের বিষয়ে সরকার থেকে ইতিবাচক সাড়া পেয়েই আসরটি চালিয়ে নেওয়া হচ্ছে।
গেমস চালিয়ে নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বিওএ'র সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুনও। রোববার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে জিমন্যাস্টিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ তিনি এ কথা জানান।
শেখ বশির আহমেদ মামুন বলেন, 'গেমস নিয়ে আপনারা যে চিন্তা ভাবনা করছেন, আমি নিশ্চিত করতে চাই গেমসটি হবে। স্বাস্থ্যবিধি মেনে আমরা কম লোকসমাগমে গেমসটি করব। আপনারা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখেছেন যে, আমরা বাইরের সবার প্রবেশ নিষিদ্ধ করেছি।'
সরকারের নির্দেশনা মোতাবেক গেমস চালিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিওএ'র সহ-সভাপতি বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে আমরা এই গেমসটি সম্পন্ন করব এবং এই ব্যাপারে সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক আমরা খেলা চালিয়ে যাচ্ছি এবং সব ভেন্যুতেই খেলা চলবে ইনশা আল্লাহ।'