শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দিতে পারেন এই পাঁচ বোলার
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির রেকর্ডটি এখনও শোয়েব আখতারের দখলেই রয়েছে। সাবেক পাকিস্তানি পেসারের শত মাইলের বলটি ১৮ বছর ধরে তার রাজত্ব ধরে রাখছে।
২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়েছিলেন শোয়েব। ম্যাচে তার একটি ডেলিভারির গতি ধরা পড়ে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার। এরপর অনেক ফাস্ট বোলার আন্তর্জাতিক ক্রিকেটে আধিপত্য গড়ে তুললেও এই রেকর্ড ভাঙতে পারেননি কেউ।
তবে আধুনিক ক্রিকেটে পেস বোলিং আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো দলের আক্রমণ ধারালো করতে গতির কোনো তুলনা নেই।
আর গত কয়েক দশকে ক্রিকেটারদের জীবন-ধারাও পরিবর্তিত হয়েছে ব্যাপকভাবে। পরিমিত ডায়েট, জিম, অনুশীলন; সবকিছুর সম্মেলনে ক্রিকেটাররা মাঠের খেলায় পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি শারীরিক সামর্থ্য দেখাতে সক্ষম হচ্ছেন। যে কারণে, এখন হঠাৎ করে কেউ শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দিলেও তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।
বর্তমান ক্রিকেটারদের মধ্যে শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে পারেন এরকম সম্ভাব্য পাঁচ পেসারকে বাছাই করা হয়েছে এই প্রতিবেদনে:
৫. জফরা আর্চার
আর্চারকে দলে জায়গা দিতে অভিবাসন নীতিই পরিবর্তন করতে হয়েছিল ইসিবিকে। ক্যারিবিয়ানে জন্মানো এই পেসার শুধু ইংল্যান্ড না, বিশ্ব ক্রিকেটের জন্যও একটি উপহার। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো সুপার ওভারটিতে বল করা আর্চারের গড় গতি ঘণ্টায় ১৫০ কিমির মতো। সর্বোচ্চ গতি ১৫৩.৬২ কিমি/ঘণ্টা।
৪.আনরিখ নর্কিয়া
আরেকজন পেসার যিনি শোয়েব আখতারের রেকর্ড ভাঙার ক্ষমতা রাখেন। এই দক্ষিণ আফ্রিকান পেসার তার গতি ও মিতব্যয়ী বোলিংয়ের জন্য পরিচিত।
২০২০ আইপিএলে ক্যারিয়ারের দ্রুততম ডেলিভারিটি করেন নর্কিয়া, ১৫৬.২২ কিমি/ঘণ্টা গতিতে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও গতির ঝলক দেখিয়েছেন এই পেসার। ঘণ্টায় ১৫৩ কিমি বেগে বল করে যৌথভাবে টুর্নামেন্টের সবচেয়ে দ্রুততম ডেলিভারি করার খেতাব পেয়েছেন তিনি।
৩. লকি ফার্গুসন
আরেকজন ফাস্ট বোলার যার শোয়েব আখতারের রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ফার্গুসনের হাত থেকেই এসেছিল টুর্নামেন্টের দ্রুততম ডেলিভারিটি। ঘণ্টায় ১৫৩.৬৩ কিমি গতি ছোঁয়া এই কিউই পেসার জাতীয় দলের হয়েও আগুন ঝরান নিয়মিতই।
ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম ডেলিভারিটি তার হাত থেকে আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।
২. হারিস রউফ
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে টুর্নামেন্টের সবচেয়ে দ্রুততম ডেলিভারি করা হারিস রউফ পাকিস্তান ক্রিকেটের নতুন তারকা পেসার।
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ঘণ্টায় ১৫৩ কিমি গতিতে বল করা হারিস নজর কেড়েছিলেন বিগ ব্যাশ লিগে (বিবিএল) আগুন ঝড়িয়ে। ২০১৯-২০ বিবিএলে গড়ে ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করে নির্বাচকদের নজরে পড়েন তিনি। শোয়েব আখতারের স্বদেশী এই ডানহাতি পেসার বোলিংয়ে তার উন্নতি অব্যাহত রাখলে বিশ্বের দ্রুততম বোলারও বনে যেতে পারেন।
১. মার্ক উড
গত কয়েক বছর ধরেই বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলারদের একজন মার্ক উড। এই ডানহাতি ইংলিশ পেসার এ বছরের মার্চেই ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে ঘণ্টায় ১৫৫ কিমি গতিতে বল করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের যেকোনো পেসারের জন্যই সবচেয়ে দ্রুততম ডেলিভারি এটি।
গড়ে ঘণ্টায় ১৫০ কিমি এবং সর্বোচ্চ ১৫৬.১ কিমি/ঘণ্টা গতিতে বল করা উড এই তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছেন অনায়াসেই।