সাইকেল চালিয়ে ম্যাচ খেলতে গেলেন পিকে
করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ সময় ধরে ভুগতে হয়েছে স্পেনকে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে ২৮ হাজার ৩৯৬ জন। স্পেনে করোনাভাইরাসের প্রকোপ কমলেও সতর্কতা জারি আছে। ঝুঁকি এড়াতে গণপরিবহন এখনও সীমিত রাখা হয়েছে। এ সময়ে সাইকেলের ওপর গুরুত্ব দিয়েছে বার্সেলোনা শহরের প্রশাসন।
কেবল সাইকেল চালানোর জন্যই বানানো হয়েছে অতিরিক্ত ২১ কিলোমিটার রাস্তা। মানুষ যেন নিরাপদে সাইকেল চালাতে পারে, এ কারণে এমন উদ্যোগ। সাইকেল ব্যবহারে সবাইকে উৎসাহিত করা হচ্ছে। এই কার্যক্রমে সবচেয়ে বড় বিজ্ঞাপনের দায়িত্ব পালন করলেন ফুটবল ক্লাব বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে।
কাতালানদের অভিজ্ঞ এই ডিফেন্ডার ইলেকট্রিক সাইকেল চালিয়ে ম্যাচ খেলতে গিয়েছিলেন বুধবার। এদিন লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ ছিল বার্সোলোনার। কাতালান ডার্বি খেলতে যেতে সাইকেলকে বাহন হিসেবে বেছে নেন পিকে।
বার্সেলোনার রাস্তায় পিকেকে সাইকেল চালাতে দেখে সবাই অবাক, রীতিমতো হই-হুল্লোড় পড়ে যায়। সাইকেল চালানো অবস্থায় পিকেকে চিনতে কারও কোনো সমস্যাও হয়নি। কারণ তার মুখে কোনো মাস্ক ছিল না। শর্টস, টি-শার্ট আর ক্যাপ পরে ইলেকট্রিক সাইকেলে চেপে বসেন বার্সা ডিফেন্ডার।
বার্সেলোনার রাস্তায় শোরগোল ফেলে যে ম্যাচটি খেলতে যান পিকে, সেই ম্যাচটি ছিল বার্সোলোনার জন্য মহাগুরুত্বপূর্ণ। লা লিগার শিরোপার আশা জিইয়ে রাখতে এস্পানিওলের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বার্সার। এমন ম্যাচে অবশ্য দাপুটে ফুটবল খেলা হয়নি তাদের। লুইস সুয়ারেসের গোলে ১-০ ব্যবধানের কঠিন জয় পেয়েছে লিওনেল মেসির দল।
৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে বার্সেলোনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। সব মিলিয়ে বার্সার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে রিয়াল।