সুপার লিগে খেলা হচ্ছে না তামিমের
সাকিব আল হাসানের তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষ। আজই মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সন্ধ্যায় ম্যাচ খেলতে নামার কথা বাঁহাতি এই অলরাউন্ডারের। এটাই হতে পারে এবারের প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে তার শেষ ম্যাচ। জানা গেছে সুপার লিগে খেলতে চান না তিনি। তার বিষয়টি পরিষ্কার না হলেও তামিম ইকবালের না খেলার বিষয়টি এরইমধ্যে নিশ্চিত হয়েছে।
ডান হাঁটুতে চোট পাওয়ায় তামিমকে সুপার লিগে পাচ্ছে না তার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ম্যাচ খেলে হোটেলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বাসায় ফিরে গেছেন তামিম।
ব্যথা নিয়ে বেশ কয়েকটি ম্যাচে খেললেও জিম্বাবুয়ে সিরিজ এগিয়ে আসায় তামিমকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, 'ডান হাঁটুর মিনিস্কাসে ব্যথা নিয়েই শেষ কয়েকটি ম্যাচ খেলেছি। এখন কঠিন হয়ে যাচ্ছে। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার।'
কয়েকদিন বিশ্রামের পর পুনর্বাসন শুরু হবে তামিমের। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের আশা জিম্বাবুয়ে সিরিজের আগেই পুরো ফিট হয়ে উঠতে পারবেন। তামিম বলেন, 'কয়েকদিন বিশ্রামে থাকতে হবে, এরপর পুনর্বাসন শুরু হবে। তখন বলা যাবে কবে ফেরা সম্ভব। তবে আশা করি জিম্বাবুয়েতে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।'
একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশের। সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে ৭ জুলাই একমাত্র টেস্ট মাঠে গড়াবে।
লিগে দারুণ সময় কাটছে তামিমদের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। লিগ পর্বের ম্যাচে সবচেয়ে বেশি জয় পায় প্রাইম ব্যাংক। ১১ ম্যাচে সর্বোচ্চ ৯টি জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সুপার লিগ নিশ্চিত করে তারা।
প্রাইম ব্যাংকের হয়ে ব্যাট হাতে খুব একটা ভালো সময় যায়নি তামিমের। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে থাকলেও সেভাবে হাসেনি তার ব্যাট। দলটির হয়ে লিগ পর্বের সবগুলো ম্যাচেই খেলেছেন তামিম। ১১ ম্যাচে মাত্র একটি হাফ সেঞ্চুরিতে ২৭.৮১ গড়ে ৩০৬ রান করেছেন বাঁহাতি এই ওপেনার।