সুরাহা হয়নি হোর্হে মেসি-বার্তোমেউ আলোচনায়
ধোঁয়াশা দূর হয়নি। লিওনেল মেসির দলবদল নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে মেসির বাবা হোর্হে মেসির দেড় ঘণ্টার আলোচনার পরও এ বিষয়ের কোনো অগ্রগতি হয়নি।
বার্সেলোনার ক্লাব অফিসে দেড় ঘণ্টার এই বৈঠক অনুষ্ঠিত হয়। যে বৈঠকে মেসির প্রতিনিধি হিসেবে ছিলেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি, ভাই রদ্রিগো মেসি এবং আইনজীবি হোর্হে পেকর্ত। বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে ছিলেন সভাপতি বার্তোমেউ ও বোর্ড সদস্য হাভিয়ের বোর্দাস।
মেসির বার্সা ছাড়ার প্রক্রিয়া ঝামেলাহীন করতে বার্তোমেউয়ের সঙ্গে আলোচনা করতে বার্সেলোনায় গিয়েছিল হোর্হে মেসি। যদিও বার্সার আলোচনায় বসার উদ্দেশ্য ছিল ভিন্ন।
এ কারণেই হয়তো ৯০ মিনিটের আলোচনার পরও নিজেদের অবস্থানে অনড় থেকে গেছেন মেসির বাবা ও বার্তোমেউ। তাই কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয় এই বৈঠক। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এমনই জানিয়েছে।
এই বৈঠকে অবশ্য একটি বিষয় পরিষ্কার হয়েছে, সেটা হচ্ছে নিজেদের অবস্থান। দুই পক্ষই নিজেদের অবস্থান পরিষ্কার করতে নানা বিষয় তুলে ধরেছে। মেসির বাবা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, বার্সায় আর থাকবেন না তার ছেলে।
অন্যদিকে বার্সার পক্ষ থেকে বলা হয়েছে, দল ছাড়তে হলে বাই আউট ক্লজের পুরো ৭০ কোটি দিতে হবে। যদিও এ বৈঠকের বিষয়ে কোনো পক্ষই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
বাই আউট ক্লজের কথা মনে করিয়ে দিলেও বার্সার মূল বক্তব্য, 'আমরা মেসিকে দলে চাই।' যে কারণে মেসি ও মেসির বাবা বারবার বার্সা ছাড়ার কথা বলে গেলেও এই বৈঠকেই দুই বছরের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছেন বার্তোমেউ, খবর মুনদো দেপোর্তিভোর। যদিও এ প্রস্তাব কানে তোলেননি হোর্হে মেসি। তিনিও চাচ্ছেন, নতুন কোনো ঠিকানায় যাক তার ছেলে।
এই বৈঠকের পর ধোঁয়াশা আরও বাড়লো। আরও কিছুটা সময় অপেক্ষায় থাকতে হবে বার্সেলোনা সমর্থকদের। হতে পারে আবারও কোনো আলোচনায় বসতে পারে দুই পক্ষ। আর সেটা না হলে শেষপর্যন্ত আদালতে দেখা হতে পারে তাদের।