স্কটল্যান্ডকে হারিয়ে আরেকটু এগিয়ে নিউজিল্যান্ড
পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় নিউজিল্যান্ডের। শুরুতেই হেরে গেলেও দিক হারায়নি কিউইরা। পরের ম্যাচেই বিপুল প্রতাপে ঘুরে দাঁড়িয়ে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় কেন উইলিয়ামসনের দল। তৃতীয় ম্যাচেও জয়ের ধারায় থাকলো তারা। বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে কিউইরা।
সুপার লিগে দুই নম্বর গ্রুপের ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে দলটি। আফগানিস্তানের জয়ও দুটিতে। নেট রান রেটে এগিয়ে থাকায় তারা দুই নম্বরে আছে। এই গ্রুপে আফগানদের রান রেট সবচেয়ে বেশি। টানা চার জয়ে সেমিতে উঠে গেছে পাকিস্তান। টানা তিন হারে বিশ্বকাপ থেকে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেল স্কটল্যান্ডের।
টস হেরে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড ভালো শুরু করতে না পারলেও বড় সংগ্রহ দাঁড় করায়। ম্যাচসেরা মার্টিন গাপটিলের ব্যাটিং ঝড় ও গ্লেন ফিলিপসের দায়িত্বশীল ইনিংসে ৫ উইকেটে ১৭২ রান তোলে কিউইরা। জবাবে স্টকল্যান্ডের সব ব্যাটসম্যানই রানের দেখা পান। কিন্তু কেউই দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি। ৫ উইকেটে ১৫৬ রানে থামে তাদের ইনিংস।
লক্ষ্যে না পৌঁছাতে পারলেও দারুণ ব্যাটিং করে স্কটল্যান্ড। দলটির প্রায় সবাই রানের দেখা পান। মাত্র ২০ বলে ৩টি করে চার ও ছক্কায় সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মাইকেল লিস্ক। এ ছাড়া জর্জ মানজি ২২, অধিনায়ক কাইল কোয়েটজার ১৭, ম্যাথু ক্রস ২৭, রিচি বেরিংটন ২০ ও ক্যালাম ম্যাকেলয়ড ১২ রান করেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও ইশ সোধি ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান টিম সাউদি।
এর আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডের হয়ে মূলত দুজন ব্যাটসম্যান রান করেছেন। ওপেনার মার্টিন গাপটিল স্কটিশ বোলারদের ওপর দিয়ে টর্নেডো বইয়ে দেন। ম্যাচসেরার পুরস্কার জেতা গাপটিল মাত্র ৫৬ বলে ৬টি চার ও ৭টি ছক্কায় ৯৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন। ৩৭ বলে একটি ছক্কায় ৩৩ রান করেন গ্লেন ফিলিপস। এ ছাড়া ড্যারিল মিচেল ১৩ ও জিমি নিশাম ১০ রান করেন। স্কটল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ব্র্যাড হোয়েল ও শাফায়ান শরিফ।