স্কটল্যান্ড ম্যাচ দিয়ে আজ শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন
প্রস্তুতির পালা শেষ, ফুরাচ্ছে অপেক্ষাও। আজ রাত ৮টায় বিশ্বকাপ মিশনে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আত্মবিশ্বাসে টই-টুম্বর হয়েই ওমানে গিয়েছিল বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সিরিজ জিতে দেশে ফেরা দলটি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতে। ১৩ ম্যাচের মধ্যে ৯টিতে জয়, টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য সেরা সাফল্যই। তাই দারুণ কিছু করার প্রত্যয় নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ।
যদিও সেই অবস্থায় নেই বাংলাদেশ, আত্মবিশ্বাসে পড়েছে টান। ওমান 'এ' দলের বিপক্ষে জিতলেও পরের দুই প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারলর্যান্ডের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। যে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ, তাদের বিপক্ষেই স্কটল্যান্ড জিতেছে হেসেখেলে। আরও একটি প্রস্তুতি ম্যাচে নামিবিয়াকে হারায় তারা।
শেষ মুহূর্তের প্রস্তুতিত বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে স্টকিশরা। তাই বাংলাদেশকে লড়াই জানাতে প্রস্তুত তারা। প্রস্তুতিতে সন্তুষ্ট দেশটির কোচ শেন বার্জার তো বাংলাদেশকে 'বি' গ্রুপের বাকি দুই দল ওমান ও পাপুয়া নিউ গিনির চেয়ে এগিয়ে রাখতেও নারাজ। তার মতে, এই দুই দলের মতোই বাংলাদেশ।
স্কটিশ কোচ বলেছেন, 'প্রথম রাউন্ডের ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পিএনজি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না। আমরা জানি, সব দলই আমাদের বিপক্ষে জিততে তেড়ে আসবে। তবে আমরা তাদের সবার জন্যই সবচেয়ে বড় ম্যাচ হবো, আমরা প্রস্তুত।'
যদিও এতে কান দেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'উনি কী বলেছেন এটা নিয়ে আমি খুব একটা ভাবছি না। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। আশা করি দল হিসেবে আমরা সেরাটাই মাঠে দিব। আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু থাকবে আমরা ততটুকু মাঠে দিবই। প্রতিটি দলকেই সমানভাবে সম্মান করি। আমরা বিনয়ী থাকতে চাই।'
প্রস্তুতি ম্যাচের হারও ভাবাচ্ছে না মাহমুদউল্লাহকে। এসব হার প্রথম রাউন্ডের ম্যাচে প্রভাব ফেলবে না বলেই তার বিশ্বাস, 'আমরা দুটি প্রস্তুতি ম্যাচ হেরেছি। আমার মনে হয় এর কোনো প্রভাব পড়বে না। আমরা এই ম্যাচের জন্য প্রস্তুত আছি। দলের আত্মবিশ্বাস আগের মতোই আছে। আমরা সেরা ক্রিকেটই খেলতে পারব।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনও স্কটল্যান্ডের মুখোমুখি হয়নি বাংলাদেশ। দেশটির বিপক্ষে কেবল একটিই টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সেখানে অবশ্য অস্বস্তি আছে, একমাত্র ওই ম্যাচটি হেরেছিল বাংলাদেশ। ২০১২ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস সফরে যায় বাংলাদেশ। আয়াল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানে হেরেছিল বাংলাদেশ। সেদিক থেকে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য প্রতিশোধেরই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্জ মানসে, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক) রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলেওড, ডিলান বাজ, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, সাফিয়ান শরীফ, জশ ডেভি অ্যালাসডেয়ার ইভান্স।