হেরেই চলেছে বার্সেলোনা, কী হবে কোমানের?
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি অগ্নি পরীক্ষাই ছিল বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানের জন্য। এমন ম্যাচে তার ডাগআউটে থাকা হয়নি। নিষেধাজ্ঞার কারণে গ্যালারিতে বসতে হয়েছে তাকে। সেখান থেকেই দলকে নির্দেশনা দিয়ে গেছেন কোমান। কিন্তু সেটা আর কাজে এলো কই! আতলেতিকোর বিপক্ষে হেরে গেছে বার্সা।
শনিবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় লা লিগার ম্যাচে আতলেতিকোর বিপক্ষে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। তুমা লিমাঁ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেস। সব প্রতিযোগিতা মিলিয়ে আতেলেতিকোর বিপক্ষে টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকলো কাতালান ক্লাবটি।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে হারে শুরুর হয় বার্সেলোনার। পরের ম্যাচেও তারা হেরে যায়। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসরে টানা দুই হারে চাকরি হারানোর শঙ্কায় পড়ে যান কোমান। আতলেতিকোর বিপক্ষে ম্যাচটি ডাচ এই কোচের জন্য ছিল পরীক্ষাস্বরূপ। এই ম্যাচ হেরে আরও বিপদ বাড়লো তার।
প্রথমার্ধেই দুই গোল হজম করে বার্সেলোনা। গোলশোধে মরিয়া হয়ে ওঠা বার্সা বল দখলে আধিপত্যও বিস্তার করে। কিন্তু গোছানো আক্রমণে আতলেতিকোর জালের ঠিকানা করে নিতে পারেনি তারা। এবারের লা লিগায় এটাই বার্সার প্রথম হার। ৭ ম্যাচে ৩ জয়, ৩ ড্র ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে রয়েছে লিওনেল মেসির সাবেক এই ক্লাবটি।
বল দখল বা আক্রমণ সাজানোর হিসেব দেখলে বার্সা এই হার অস্বাভাবিকই মনে হবে। ম্যাচে ৭২ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তারা। গোলমুখে তাদের নেওয়া ৯টি শটের ২টি ছিল লক্ষ্যে। আতলেতিকো শট নিয়েছে ৬টি, লক্ষ্যে ছিল ৩টি। এর মধ্যে দুবার বল জালে জড়িয়েছে।