৫০ বছর পর ওভালে জয় পেল ভারত
ঘুরে দাঁড়ানোর গল্প যেন এভাবেই লিখতে হয়! আগের টেস্টেই ইনিংস ব্যবধানে হার মানে ভারত। ওভাল টেস্টেও শুরুটা ভালো ছিল না। ছোট স্কোর গড়ে প্রথম ইনিংসে বেশ পিছিয়ে পড়ে বিরাট কোহলির দল। কিন্তু হতাশার গল্প প্রথম ইনিংসেই শেষ। এরপর কেবল ভারতেরই দাপট। ব্যাটে-বলে ছড়ি ঘুরিয়ে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ জয় তুলে নিলো সফরকারীরা।
শেষ দিনটা রোমাঞ্চকর হবে বলেই ধরে নিয়েছিল সবাই। শুরুটাও ভালো করেছিল ইংল্যান্ড। কিন্তু সেই ধারায় বেশিক্ষণ থাকতে পারেনি স্বাগতিকরা। ভারতের বোলারদের দুর্বার বোলিংয়ে অনেক পথ বাকি থাকতেই হার মেনে নিতে হয় ইংল্যান্ডকে। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ১৫৭ রানে হারিয়েছে কোহলির দল। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
এ জয়ে ওভালে দীর্ঘ অপেক্ষার অবসান হলো ভারতের। দীর্ঘ ৫০ বছর পর দা ওভারে বিজয় নিশান ওড়ালো ভারত। এর আগে সর্বশেষ ১৯৭১ সালে এই মাঠে জিতেছিল তারা। ৪ উইকেটের সেই জয়টিই এতদিন ওভালে ভারতের একমাত্র জয় ছিল। ওই জয়টি ছিল ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম জয়।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ক্রিস ওকস ও অলি রবিনসনের বোলিং তোপে ১৯১ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। অধিনায়ক কোহলি ৫০ ও শার্দুল ঠাকুর ৫৭ রান করেন। জবাবে অলি পোপের ৮১ ও ক্রিস ওকসের ৫০ রানের সুবাদে ২৯০ রান তোলে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৯৯ রানের লিড পায় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে অগ্নিপরীক্ষার সামনেই পড়ে যায় ভারত। পিছিয়ে পড়া ৯৯ রান তুলে এরপর ইংলিশদের লিড দেওয়ার চ্যালেঞ্জ ছিল তাদের সামনে। এমন কঠিন অবস্থাতে জ্বলে ওঠে ভারত, গড়ে ৪৬৬ রানের ইনিংস। ম্যাচ সেরা রোহিত শর্মা হাঁকান সেঞ্চুরি। ডানহাতি এই ওপেনার ১২৭, লোকেশ রাহুল ৪৬, চেতেশ্বর পূজারা ৬১, কোহলি ৪৪,ঋষভ পন্ত ৫০ ও শার্দুল ঠাকুর ৬০ রান করেন।
ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৩৬৮ রান। দ্বিতীয় ইনিংসের দারুণ শুরুর পরও ২১০ রানে থামে ইংল্যান্ড। উমেশ যাদব ৩টি এবং জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর ২টি করে উইকেট নেন। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি আগামী ১০ সেপ্টেম্বর ম্যানচেস্টারে শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস: ১৯১
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৯০
ভারত দ্বিতীয় ইনিংস: ৪৬৬
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৯২.২ ওভারে ২১০ (বার্নস ৫০, হামিদ ৬৩, মালান ৫, রুট ৩৬, পোপ ২, বেয়ারস্টো ০, মইন ০, ওকস ১৮, ওভারটন ১০, রবিনসন ১০*, অ্যান্ডারসন ২; যাদব ৩/৬০, বুমরাহ ২/২৭, জাদেজা ২/৫০, শার্দুল ২/২২)।
ফল: ভারত ১৫৭ রানে জয়ী।
ম্যাচ সেরা: রোহিত শর্মা (ভারত)
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে।