‘বার্সেলোনার মানসিকতা বদলাতে হবে’
অনেকদিন ধরেই বার্সেলোনায় অগোছালো অবস্থা। নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নিয়েই অনেক পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছেন। এর মধ্যে আবার ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। সব মিলিয়ে আরও বেহাল দশা স্প্যানিশ জায়ান্টদের। এমন অবস্থায় দলটির গুরুত্বপূর্ণ সদস্য আর্তুরো ভিদাল বলছেন, মানসিকতায় পরিবর্তন আনতে হবে বার্সেলোনাকে।
অবশ্য কেবল মানসিকতাতেই নয়, অনেক কিছুতেই বার্সাকে পরিবর্তন আনতে হবে বলে মনে করেন চিলিয়ান এই মিডফিল্ডার। শীর্ষ দল হিসেবে যেমন মন-মানসিকতা থাকতে হয়, বার্সার আর সেটা নেই বলে জানান ভিদাল।
লা তেরচেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনার এই তারকা ফুটবলার বলেন, 'বার্সেলোনা অনেক কিছুই করেছে, যা শীর্ষ পর্যায়ের ক্লাবের সঙ্গে যায় না। দিনশেষে আপনি তখনই বুঝতে পারেন, যখন গোছালো কোনো দলের মুখোমুখি হন। যাদের জেতার মানসিকতা আছে। ফিট খেলোয়াড়সহ যাদের জেতার ভালো পরিকল্পনা আছে। যখন আপনি মাথা এবং শক্তিতে দুর্বল থাকেন, তখন দলের ক্ষতি হয়।'
যে মানসিকতা নিয়ে পা ফেলছে বার্সেলোনা, এটা পরিবর্তন করতে হবে বলে মনে করেন ভিদাল। পুরো মাঠ দাঁপিয়ে বেড়ানো তারকা এই ফুটবলার বলেন, 'বার্সেলোনা যেভাবে ভাবছে, এটায় অবশ্যই পরিবর্তন আনতে হবে। কারণ ফুটবলে অনেক পরিবর্তন এসেছে। শুধু ডিএনএ'র ওপর ভরসার দিন চলে গেছে। অন্যান্য দল এটা ছাড়াও অনেক বিষয়ে উন্নতি করছে।'
বর্তমান সময়ের ফুটবল অনেক বেশি শারীরিক বলে মনে করেন ভিদাল। তিনি বলেন, 'ফুটবল এখন অনেক বেশি শারীরিক খেলা। শক্তি ও গতির ওপর বেশি নির্ভর করা হয়। যা অনেক সময় কৌশলগত সামর্থ্যের চেয়েও এগিয়ে থাকে। বার্সেলোনাকে অবশ্যই অনেক কিছু পরিবর্তন করতে হবে।'
চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ আসরে নাপোলির বিপক্ষে ম্যাচের আগে বেহাল দশা ছিল বার্সার। দলের মাত্র ১৩ অভিজ্ঞ ফুটবলার ফিট ছিলেন। যেটা সেরা দলের লক্ষণ বলে মনে করেন না ভিদাল, 'যে ক্লাবটি বিশ্বসেরা, তাদের কখনই ১৩ জন পেশাদার ও বাকি সব খেলোয়াড় যুব দলের হতে পারে না।'
'যুবরা দলে সুযোগ পাওয়ার প্রাপ্য নয়, বিষয়টি এমন নয়। বিশ্বসেরা ক্লাবের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে এরচেয়ে ভালো দল দরকার। প্রতিটি ক্লাবেরই ২৩ জন করে ফুটবলার আছে। এর ফলে তারা প্রতিদিনই উন্নতি করছে এবং সাফল্যের দেখা পাচ্ছে। কিন্তু যখন আপনি সাফল্য পাবেন না, যখন ভাববেন সব সময় ডিএনএ'র ওপর নির্ভর করে জিতবেন, তখনই বড় ভুল হয়।' যোগ করেন ভিদাল।