১৬ ওভারের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাত বছর পর টি-টোয়েন্টিতে বিজয়
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল রাত সাড়ে ১১টায়। কিন্তু বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ঠিক সময়ে টস করা যায়নি। টস হলো সোয়া এক ঘণ্টা পরে এসে। টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের।
টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। ম্যাচটি ডমিনিকায় বাংলাদেশ সময় রাত ১টা ১০ মিনিটে শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে শুরু করা যায়নি বলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১৬ ওভার করা হয়েছে।
টেস্টের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশ দলে প্রত্যাবর্তন হচ্ছে এনামুল হক বিজয়ের। ৮ বছর পর টেস্ট দলে ফেরা ডানহাতি এই ব্যাটসম্যান ৭ বছর পর টি-টোয়েন্টি খেলছেন। সর্বশেষ ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে এই ফরম্যাটে খেলেন বিজয়।
একাদশে সুযোগ পেয়েছেন বিপিএল দিয়ে নজর কাড়া মুনিম শাহরিয়ার। নুরুল হাসান সোহানকে নেওয়া হয়েছে একাদশে। সাকিব আল হাসানের পাশাপাশি স্পিনার হিসেবে আছেন শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ। পেস আক্রমণ সামলাবেন শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: মুনিম শাহরিয়ার, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ডেভন থমাস, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, ওবেদ ম্যাককয় ও হেইডেন ওয়ালশ।