টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির উৎপাতে ভালোই বেগ পোহাতে হয় ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে। বৃষ্টির কারণে টসই হয় পৌনে দুই ঘণ্টা পর। খেলা শুরুর পর দুই দফায় বৃষ্টি নামে। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্তই হয়ে যায়ৃ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য এখন পর্যন্ত বৃষ্টির হানা নেই।
সময় মতোই টস হয়েছে। টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। ম্যাচটি ডমিনিকায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন ওপেনার মুনিম শাহরিয়ার ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তাদের জায়গায় একাদশে নেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকতকে। গত বছরের আগস্টের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলছেন মোসাদ্দেক।
ওয়েস্ট ইন্ডিজের একাদশে একটি পরিবর্তন এসেছে। সাইড স্ট্রেইনের কারণে ছিটকে গেছেন ডেভন থমাস। তার জায়গায় নেওয়া হয়েছে কিমো পলকে।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, কিমো পল, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, ওবেদ ম্যাককয় ও হেইডেন ওয়ালশ।