এশিয়া কাপের দলে নাঈম, চোটে কপাল পুড়লো দুজনের
ব্যাটে ছিল না রান, সঙ্গে ধীর গতির স্ট্রাইক রেট; নাঈম শেখকে নিয়ে সমালোচনার শেষ ছিল না। ধারাবাহিকভাবে রান করেও বাদ পড়েন দল থেকে। কিন্তু দলে ফিরতেও সময় লাগলো না বাঁহাতি এই ওপেনারের। ওয়েস্ট ইন্ডিজ সফরে 'এ' দলের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি করার পর টি-টোয়েন্টি দলে ডাক পড়লো তার। এশিয়া কাপের স্কোয়াডে যুক্ত করা হয়েছে নাঈমকে।
সোমবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফর শেষে 'এ' দলের ক্রিকেটাররা দেশে ফিরে আসবেন, তবে নাঈম ওখান থেকেই দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। এশিয়া কাপে অংশ নিতে সাকিববাহিনী মঙ্গলবার বিকাল ৫টায় দেশ ছাড়বে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চোটের কারণে ছিটকে গেছেন এশিয়া কাপের স্কোয়াডে থাকা নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ। জিম্বাবুয়ে সফরে বাঁহাতে তর্জনিতে চোট পাওয়া সোহান সিঙ্গাপুর থেকে অস্ত্রোপচার করিয়ে আসেন। ২২ আগস্ট এক্স-রে করানোর পর তাকে দুবাইয়ে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। হাসান অনুশীলনে গোড়ালিতে চোট পান।
বাংলাদেশ দলে মাত্র দুজন ওপেনার আছেন। তারা হলেন এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমন। মূলত ওপেনার সঙ্কটের কারণেই নাঈমকে দলে নেওয়া হয়েছে। এ ছাড়া দলে থাকা দুই ওপেনারের ফর্মও চিন্তার কারণ। দুজনের কেউই টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ছন্দে নেই।
শেষ বেলায় এসে এশিয়া কাপের দলে ডাক পাওয়া নাঈম বাংলাদেশের হয়ে ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন। ধারাবাহিকভাবে রান করলেও মন্থর ব্যাটিংয়ের কারণে দলে থেকে জায়গা হারান ২৩ বছর বয়সী এই ওপেনার। চার-ছক্কার এই ফরম্যাটে তার স্ট্রাইক রেট ১০৩.৭১। ওয়েস্ট ইন্ডিজে 'এ' দলের হয়ে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হরেও শেষ একদিনের ম্যাচে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। এতেই খুলে গেল এশিয়া কাপের দুয়ার।
এশিয়া কাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন ও তাসকিন আহমেদ।