মাইলফলকের ম্যাচে ম্যারাডোনোকে ছাড়িয়ে গেলেন মেসি
কাতার বিশ্বকাপে একের পর এক মাইলফলক ছুঁয়ে যাচ্ছেন লিওনেল মেসি, আবার কোনও কোনও ক্ষেত্রে ছাড়িয়েও যাচ্ছেন অন্যদেরও। বেশিরভাগ রেকর্ডে দিয়েগো ম্যারাডোনাকে পেছনে ফেলছেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।
প্রথম ম্যাচ খেলতে নেমেই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে ছাড়িয়ে যান মেসি। এবার বিশ্বকাপ গোলেও অগ্রজকে ছাড়িয়ে গেলেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
শনিবার রাতে আহমাদ বিন আলী স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। অজিদের ২-১ গোলে হারিয়ে শেষ আটে ওঠার লড়াইয়ে ম্যাচজুড়ে দেখা গেছে মেসি জাদু।
বিশ্বকাপে দলের লক্ষ্যে পৌঁছানোর পথে ম্যাচটি ছিল মহাগুরুত্বপূর্ণ, যার নেতৃত্বে ছিলেন মেসিই। ম্যাচটি আরও এক কারণে তার জন্য বিশেষ ছিল, ক্যারিয়ারের হাজারতম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। উপলক্ষ্যটি অবিশ্বাস্য পারফরম্যান্সে রাঙিয়ে রাখলেন আর্জেন্টাইন প্রাণভোমরা।
রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে ১৬৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন। এক হাজারতম ম্যাচের মধ্যে দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা হয়ে ৭৭৮ ম্যাচ খেলেছেন এবারের বিশ্বকাপে তিনটি গোল করা মেসি। বর্তমান ক্লাব পিএসজির হয়ে খেলেছেন ৫৩ ম্যাচ।
এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে ম্যারাডোনাকে ছাড়ান মেসি, বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২৩ ম্যাচ খেলেছেন তিনি। আর্জেন্টিনার ৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা খেলেছেন ২১টি ম্যাচ।
অজিদের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে গোল করে ম্যারাডোনার ৮ গোল ছাড়িয়ে যান মেসি। তার গোল এখন ৯টি, এই গোলটি আবার বিশ্বকাপের নক-আউট পর্বে তার প্রথম গোল। আর্জেন্টিনার জার্সিতে মেসির সামনে আছেন কেবল গ্যাব্রিয়েল বাতিস্তুতা, তার গোল ১০টি।