১৪৫ বছরের টেস্ট ইতিহাসে রুটের পর ওয়ার্নার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ডেভিড ওয়ার্নারের জন্য মাইলফলকের। নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। সেই উপলক্ষ্যটিকে ওয়ার্নার রাঙিয়ে দিলেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে নিজের ফর্ম নিয়ে ভুগছিলেন ডেভিড ওয়ার্নার। রানের দেখা পাচ্ছিলেন না এই অস্ট্রেলিয়ান ওপেনার। সিরিজের প্রথম টেস্টেও ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু নিজের শততম টেস্টে, প্রচন্ড চাপের মুখে তুলে নিয়েছেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি।
মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ক্যারিয়ারের ২৫ তম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। অনেকটা স্বভাবসুলভ ব্যাটিংয়েই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ১৪৪ বল খেলে ৮ টি চারের সাহায্যে সেঞ্চুরিটি করেন ওয়ার্নার। এরপর রানের গতি বাড়ান তিনি। ২৫৪ তম বলে নিজের ২০০ তম রান পূর্ণ করেন ওয়ার্নার।
উদযাপন করতে গিয়ে মাংসপেশিতে টান লেগে আহত অবসর নিতে হয়েছে তাকে।
অন্য যেকোনো টেস্ট সেঞ্চুরির চেয়ে এটি ওয়ার্নারের কাছে বিশেষ হয়ে থাকবে। কারণ এটি যে তার শততম টেস্ট। এই মাইলফলকের ম্যাচেই নিজের ফর্ম ফিরে পেয়ে ডাবল সেঞ্চুরির পর উল্লাসে ফেটে পড়েন ওয়ার্নার।
এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই বল ট্যাম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি, তাই প্রোটিয়াদের বিপক্ষে নিজের শততম ম্যাচে ডাবল সেঞ্চুরি করার তৃপ্তিটা ওয়ার্নারের কাছে অন্যরকমই হওয়ার কথা।