'মেসি-এমবাপ্পের মধ্যে কোনো বিরোধ নেই'
বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হওয়ায় মেসি এবং এমবাপ্পের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে, এমন ধারণা করেছেন অনেকেই। মেসি-এমবাপ্পে দুজনই গোলের পর যেভাবে একে অপরের সামনে উদযাপন করেছেন, তাতে এই ধারণা পাকাপোক্ত হওয়াটাই স্বাভাবিক।
কিন্তু সব ধরণের বিরোধের কথা উড়িয়ে দিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। মেসি-এমবাপ্পের মধ্যে কোনো প্রকার সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি।
মেসি-এমবাপ্পের বিরোধের কথা তুলে যারা পিএসজির ক্ষতি সাধন করতে চায়, তাদেরকে গালতিয়ের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, দুজনের মধ্যে সম্পর্ক এখনো অটুট। ফাইনাল শেষে মেসি এবং এমবাপ্পে একে অপরের সঙ্গে বেশ উষ্ণ করমর্দন করেন।
সেদিকে ইঙ্গিত করে গালতিয়ের বলেন, 'মেসি-এমবাপ্পের মধ্যে কোনো ধরণের বিরোধ নেই। ফাইনালের পর তারা একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে। হারার পরেও কিলিয়ান যে আচরণ দেখিয়েছে, সেটি উদাহরণযোগ্য হয়ে থাকা উচিত।'
আর্জেন্টিনা দলের শিরোপা উদযাপনের সময় এমবাপ্পেকে অসম্মান করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে গালতিয়ের বলেন, 'আর্জেন্টিনাতে কী ঘটেছে সেটি নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি দেখেছি, এমবাপ্পে মেসি এবং স্কালোনিকে অভিনন্দন জানিয়েছে। এটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।'