১৭ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৮২ রানের ব্যবধানে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া। সেইসাথে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে অজিরা।
মেলবোর্নে দক্ষিণ আফ্রিকারে হারানোর মধ্যে দিয়ে ১৭ বছর পর প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। ২০০৫ সালের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে জিতলেও, নিজেদের মাঠে সিরিজ জয় অধরা ছিল অজিদের। অবশেষে সেটির দেখা পেল তারা।
মেলবোর্নে প্রথম ইনিংসে ১৮৯ রানে অল-আউট হয় দক্ষিণ আফ্রিকা। এরপর নিজেরদের প্রথম ইনিংসে ৫৭৫ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার, এছাড়া সেঞ্চুরি করেন অ্যালেক্স ক্যারি।
৩৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ানদের বোলিং তোপে মাত্র ২০৪ রানে অল-আউট হয় প্রোটিয়ারা। দুটি রান-আউটের সাথে বাকি আট উইকেট ভাগাভাগি করেন নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, স্কট বোলান্ড এবং স্টিভেন স্মিথরা।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজি জয় নিশ্চিত করার পর, প্রোটিয়াদেরকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিডনিতে জানুয়ারির ৪ তারিখে মাঠে নামবে অজিরা।