পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ পিসিবির
ঢাকা-চট্টগ্রাম-ঢাকা হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন সিলেটে। ২৭ থেকে ৩১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আবারও ঢাকায় ফিরবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি, পরের পর্ব শুরু ৩ ফেব্রুয়ারি। কিন্তু এই পর্ব থেকে পাকিস্তানি ক্রিকেটারদের আর পাচ্ছে না বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।
২ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানের সব ক্রিকেটারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির কয়েকটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও।
বিপিএলের সব দলেই আছেন পাকিস্তানি ক্রিকেটার। এবারের আসরে মোট ২২জন পাকিস্তানি ক্রিকেটার খেলছেন। ব্যাটে-বলে আলো ছড়াচ্ছেন মূলত তারাই। এখন পর্যন্ত বিপিএলে হওয়া তিনটি সেঞ্চুরিই করেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। একই ম্যাচে আজম খান ও উসমান খান সেঞ্চুরি করেন, কদিন পর সেঞ্চুরি করে ইফতিখার আহমেদ।
পাকিস্তানের ব্যাটসম্যানদের ব্যাট থেকে এসেছে আরও কিছু দারুণ ইনিংস। বল হাতেও তাদের দাপট। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে আছেন ওয়াহাব রিয়াজ। মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমসহ বাকিরাও পারফর্ম করছেন। পাকিস্তানি ক্রিকেটাররা সবাই ফিরে গেলে বিবর্ণ বিপিএল যে আরও রংহীন হয়ে পড়বে, তা বলাই বাহুল্য।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে পিসিবি। আগামী ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পিএসএলের পরের আসর। টুর্নামেন্ট শুরুর বেশ কদিন আগে দলে যোগ দেওয়ার ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি আছে পিএসলের দলগুলোর। তাদের অনুরোধেই ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে পিসিবি।
পিএসএলের কারণে আগেই ফিরে যেতে হবে পাকিস্তানি ক্রিকেটারদের, এটা অবশ্য আগেই জানা ছিল বিপিএলের দলগুলোর। পিএসএলের দলগুলোর সঙ্গে চুক্তির অংশ হিসেবে এটা জানতেন পাকিস্তানি ক্রিকেটাররাও।
টিবিএসকে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'এটা আগেই ঠিক করা ছিল যে, কয় তারিখ পর্যন্ত খেলতে পারবে পাকিস্তানি ক্রিকেটাররা। পিসিবির সঙ্গে পিএসএলের দলগুলোর বোঝাপড়ার ব্যাপার এটা। ব্যাপারটা ছিল পিএসএল শুরুর আগে সব খেলোয়াড়কে রিলিজ করে দিতে হবে। ১৫ দিন তো আরও আগে হয়, কিন্তু বিপিএলে খেলছে বলে একটু সময় বাড়িয়েছে।'
বিপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ, আবরার আহমেদ ও নাসিম শাহ।
সিলেট স্ট্রাইকার্স: মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস ও ইমাদ ওয়াসিম।
ঢাকা ডমিনেটর্স: শান মাসুদ, আহমেদ শেহজাদ ও সালমান ইরশাদ।
ফরচুন বরিশাল: ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম ও হায়দার আলী।
খুলনা টাইগার্স: ওয়াহাব রিয়াজ, আজম খান ও এমাদ বাট।
রংপুর রাইডার্স: শোয়েব মালিক, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: উসমান খান ও খাজা নাফে।