'মেসি আমাকে এমন করতে নিষেধ করেছে'
৩৬ বছর পর বিশ্বকাপ জিতলে আনন্দ মাত্রা ছাড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক। তার উপর এমিলিয়ানো মার্তিনেসের জীবনযুদ্ধ হিসেবে নিলে তার পক্ষে যেকোনো উদযাপন করাই সম্ভব। সেটি মার্তিনেস করেছেনও, কিন্তু তিনি করলেই তো আর তা সঠিক কাজ হয়ে যাচ্ছে না।
সেই উদযাপনের জন্য কঠোর সমালোচনার মুখে পড়েছেন মার্তিনেস। বিশ্বকাপ ফাইনালের পর দেড় মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পরেও যেন কথা শুনতে হচ্ছে আর্জেন্টাইন গোলরক্ষককে।
এতদিন এই বিষয়ে মুখ না খুললেও অবশেষে নিজের মন্তব্য জানিয়েছেন মার্তিনেস। সেখানেই তিনি জানিয়েছেন, অন্যরা তো বটেই, লিওনেল মেসিও নাকি তাকে এই উদযাপন করা নিয়ে কথা শুনিয়েছেন!
২০২১ কোপা আমেরিকা জয়ের পথে সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জেতেন মার্তিনেস, তখন পুরস্কার হাতে নিয়ে যেভাবে উদযাপন করেছেন ঠিক সেভাবেই কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জেতার পরেও করেছেন।
তবে তখন সমালোচনা না হলেও এবার আর পার পাননি মার্তিনেস, 'আমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে এটা করিনি। এই উদযাপন শুধুমাত্র আমার সতীর্থদের জন্য। কোপা আমেরিকা জয়ের পরেও আমি একই কাজ করেছি।'
আর্জেন্টিনা দল যে এসব ব্যাপারে কতোটা স্পর্শকাতর তা বোঝা গেল মার্তিনেসের পরের কথাতেই, 'আমাকে সবাই নিষেধ করেছে এটা আবার করতে। এমনকি মেসিও মানা করেছে যেন এটি আর কখনোই না ঘটে।'