এক ম্যাচ খেলেই পিএসএল ছাড়লেন সাকিব
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। ২৬ ফেব্রুয়ারির পর তারকা এই অলরাউন্ডার ফিরবেন বলে জানানো হয়েছিল। এর আগ পর্যন্ত পেশাওয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কথা ছিল সাকিবের। কিন্তু এক ম্যাচ খেলেই পাকিস্তান ছাড়লেন তিনি।
জরুরি পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব। তার জায়গায় আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরাজাইকে দলে নিয়েছে পেশওয়ার। যদিও পিএসএলের দলটির হয়ে ৫টি ম্যাচ খেলার কথা ছিল সাকিবের। কিন্তু এক বিজ্ঞপ্তি দিয়ে পিএসএল কর্তৃপক্ষ জানায় পারিবারিক কারণে যুক্তরাষ্ট্র যেতে হচ্ছে তাকে।
পেশাওয়ার পিএসএলের প্লে-অফে জায়গা করে নিলে আবারও দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শেয়ার করা পেশাওয়ারের বিবৃতিতে বলা হয়েছে, 'যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ পারিবারিক কাজে যোগ দিতে পেশাওয়ার জালমির স্কোয়াড ছেড়েছে সাকিব আল হাসান। তার স্থলাভিষিক্ত হয়েছে আজমতউল্লাহ ওমারজাই। পেশাওয়ার প্লে অফে উঠলে পিএসএলে ফিরবেন বাংলাদেশি অলরাউন্ডার।'
সাকিবও তেমনই জানিয়েছেন। তিনি বলেছেন, 'একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণে আমাকে আপাতত পিএসএল ছেড়ে যেতে হচ্ছে। আমি জানি, এখানে আমার অনেক প্রবল সমর্থকগোষ্ঠি আছে এবং এই দর্শকদের সামনে সবগুলো ম্যাচ খেলার জন্য উন্মুখ ছিলাম। তবে হতাশ হওয়ার কিছু নেই। পেশাওয়ারের শিরোপা পুনরুদ্ধারে অবদান রাখার জন্য টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে কোনো একটি পর্যায়ে আমি আবার ফিরব।'
তৃতীয়বারের মতো পিএসএল খেলতে গিয়েছিলেন সাকিব। পেশাওয়ারের জালমির সঙ্গে দুই ম্যাচ থাকলেও একটি ম্যাচে একাদশ জায়গা হয় তার। ব্যাটে-বলে কিছুই করা হয়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারের। করাচিং কিংসের বিপক্ষে ওই ম্যাচে সাত নম্বরে নেমে এক বলে এক রানে অপরাজিত থাকা সাকিব ৩ ওভারে ৩২ রানে থাকেন উইকেটশূন্য।