'বার্সার পেছনে সবাই উঠে পড়ে লেগেছে'
রেফারি কমিটিকে টাকা দেওয়ার অভিযোগের সত্যতা মেলার পর থেকেই ব্যাকফুটে আছে বার্সেলোনা। চিরশত্রু রিয়াল মাদ্রিদও আইনি ব্যবস্থা নিচ্ছে কাতালান ক্লাবটির বিপক্ষে। অন্যান্য আইনি জটিলতা তো আছেই।
তবে মাঠের বাইরের কঠিন দুঃসময়েও ধৈর্য্য হারাচ্ছেন না বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। ক্লাবের সমর্থকদের আশস্ত করেছেন তিনি।
বার্সাকে নির্দোষ দাবি করে নিজের টুইটারে লাপোর্তা লিখেছেন, 'বার্সা সমর্থকদের ধৈর্য্য ধারণ করতে অনুরোধ করছি। আমরা জানি আমরা নির্দোষ। বার্সেলোনাকে রক্ষা করতে যা যা করা লাগে আমরা তার সবকিছুই করব।'
বার্সার সম্মান নষ্ট করার জন্য একটি মহল উঠে-পড়ে লেগেছে বলেও দাবি লাপোর্তার, 'আমাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটি সত্যি নয়। আমরা তা প্রমাণ করে দেবো। এখন সবাই আমাদের বিরুদ্ধে লেগেছে কারণ তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করতে চায়।'
উল্লেখ্য, এর আগেও বার্সেলোনার সভাপতির দায়িত্বে ছিলেন হুয়ান লাপোর্তা। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত দারুণ সফলতার সঙ্গেই ক্লাবের সবচেয়ে বড় দায়িত্ব পালন করেছেন তিনি। ক্লাবের এই কঠিন সময়ে পদত্যাগ করার কোনো প্রশ্নই আসে না বলেও জানিয়েছেন লাপোর্তা।