৩২ বছর বয়সেই চলে গেলেন অলিম্পিক স্বর্ণজয়ী অ্যাথলেট
মাত্র ৩২ বছর বয়সেই চলে গেলেন অলিম্পিকে স্বর্ণপদক জেতা অ্যাথলেট টোরি বোয়ি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের এই নারী স্প্রিন্টার ২০১৭ সালে লন্ডন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানবী হয়েছিলেন।
বিশ্বমঞ্চে তিনটি সোনা জেতা বোয়ি ২০১৬ রিও অলিম্পিকে ও ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার রিলেতেও সোনা জেতেন। ২০১৭ সালে লন্ডনে ফটোফিনিশে আইভরিকোস্টের মেরি-হোসে তা লুকে হারিয়ে বিশ্বের দ্রুততম মানবী হয়েছিলেন।
সেই জয়ের পর যেন বিশ্বাসই হচ্ছিল না বোয়ির, 'কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছি না। আমি শুধু চেষ্টা করেছি নিজের সর্বস্ব দিতে। সত্যি সত্যিই কি আমি বিশ্ব চ্যাম্পিয়ন?'
বোয়ির মৃত্যুর সংবাদে মুষড়ে পড়েছে পুরো অ্যাথলেটিকস বিশ্ব। তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যামাইকান তারকা শেলি-অ্যান ফ্রেজার প্রাইস টুইটারে লিখেছেন, 'টোরি বোয়ির পরিবারের কথা ভেবে আমার হৃদয় ভেঙে গেছে। সে ছিলো অসাধারণ এক প্রতিদ্বন্দ্বী ও আলোর উৎস। তোমার কর্মশক্তি ও হাসিমুখ চিরদিন আমার সঙ্গে থাকবে। শান্তিতে ঘুমাও।'