আবাহনীর জয়ে আফিফের প্রথম, মাশরাফির দলের নায়ক চিরাগ
ছয় বছর আগে লিস্ট 'এ' ক্রিকেটে অভিষেক, ম্যাচ খেলে ফেলেছেন ১০৫টি। কিন্তু আফিফ হোসেন ধ্রুবর নামের পাশে নেই কোনো সেঞ্চুরি। অথচ দলে তার পরিচয় ব্যাটবসম্যান। মিডল অর্ডারে নামলেও অনেক ম্যাচে সুযোগ ছিল তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছানোর, কিন্তু সেটা এতোদিন করা হয়নি আফিফের। অবশেষে অপেক্ষা ফুরালো তার, ১০৬তম ম্যাচে পেলেন সেঞ্চুরির দেখা। আফিফের সেঞ্চুরির দিনে জিতলো তার দল আবাহনী লিমিটেডও। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৪২ রানে হারিয়েছে শিরোপা প্রত্যাশী দলটি।
বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লেজেন্ডস অব রূপগঞ্জকে দারুণ জয় উপহার দিয়েছেন চিরাগ জানি। আসরজুড়ে ব্যাটে-বলে আলো ছড়ানো ভারতের এই অলরাউন্ডার রূপগঞ্জকে খাদের কিনারে থেকে তুলে জয়ের বন্দরে নিয়ে যান। তার ৮০ পেরনো দারুণ ইনিংসের সুবাদে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
দিনের বাকি খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃষ্টি আইনে মোহামেডানকে ৮৫ রানে হারিয়েছে তারা। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ফজলে মাহমুদ রাব্বির ৯৩ ও অধিনায়ক নুরুল হাসান সোহানের ৭০ রানে ৪৭ ওভারে ৪ উইকেটে ২৫৯ রান তোলে শেখ জামাল। জবাবে আরিফ আহমেদ ও তৈবুর রহমানের বোলিং তোপে ৪০.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয় মোহামেডান। আরিফ ৩টি ও তৈবুর ৪টি উইকেট নেন।
ফতুল্লায় আগে ব্যাটিং করতে নেমে ভালোই শুরু করে আবাহনী। ভালো শুরুর ভিতে দাঁড়িয়ে ১০১ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ১১১ রানে অপরাজিত ইনিংসে খেলেন আফিফ। ৭৬ বলে ৪টি করে ৪ ও ছক্কায় ৬৭ রান করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এই দুজনের ব্যাটে ৫ উইকেটে ২৮৫ রান তোলে আবাহনী। জবাবে পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহর একার তোপেই ছন্নছাড়া হয়ে পড়ে প্রাইম ব্যাংকের ইনিংস। জাকির হাসান ও প্রান্তিক নওরোজ নাবিলের হাফ সেঞ্চুরির পরও ৪৫.৪ ওভারে ২৪৩ রানে থামে তাদের ইনিংস। খুশদিল ৯.৪ ওভারে ৪৯ রানে ৬টি উইকেট নেন।
মিরপুরে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৬৫ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফরহাদ হোসেন ও মেহেরাব হোসেন ৭৭ রান করে করেন। শেষ দিকে ঝড়ো গতিতে ৩১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৯ রান করেন এনামুল হক। রূপগঞ্জের স্পিনার তানবীর হায়দার নেন ৪ উইকেট। জবাবে মুনিম শাহরিয়ারকে সঙ্গে নিয়ে দলকে দারুণ শুরু এনে দেন ৫৪ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৫৭ রান করা পারভেজ হোসেন ইমন। এরপর বাকিদের নিয়ে কাজ সারেন চিরাগ। ডানহাতি এই অলরাউন্ডার ৭৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৮১ রানের দারুণ ইনিংস খেলেন। গাজী গ্রুপের মাহমুদুল হাসান ও টিপু সুলতান ২টি করে উইকেট পান।