‘অধিনায়ক না থাকলে আমার পৃথিবী শেষ হয়ে যাবে না’
ব্যাট হাতে দলকে পথ দেখিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে লড়াকু সংগ্রহের ভীত তামিম ইকবালই গড়ে দেন। পরে ফিল্ডিংয়ের সময় অধিনায়ক হিসেবে রাখেন দূরদর্শীতার ছাপ। বোলিং পরিবর্তনসহ দারুণ কিছু সিদ্ধান্ত নিতে দেখা যায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। যা নিয়ে তাকে প্রশংসা করেছেন মাশরাফি বিন মুর্তজার মতো সফলতম অধিনায়ক, তালিকায় আছেন আরও অনেকে।
কিন্তু এর মাঝে তামিমের ফর্ম নিয়ে আলোচনা আছে। এমনকি তার অধিনায়কত্ব নিয়েও উঠেছে কথা। তামিম অবশ্য অধিনায়কত্ব নিয়ে কখনই ভাবেন না। আইরিশদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক জানান, অধিনায়ক হওয়া নিয়ে তিনি কখনই ভাবেননি। আর অধিনায়ক না থাকলে তার পৃথিবী শেষ হয়ে যাবে না।
অভিজ্ঞ এই ওপেনার বলেন, 'অধিনায়কত্ব এমন একটা বিষয়, যা নিয়ে আমি খুব একটা ভাবি না। এমনকি আমাকে যখন বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়, তখনও আমি অধিনায়ক হওয়া নিয়ে ভাবিনি। আমি আর অধিনায়ক না থাকলে আমার পৃথিবী শেষ হয়ে যাবে, ব্যাপারটা তেমন নয়। আমি আমার খেলা উপভোগ করতে পছন্দ করি। বোর্ড আমাকে দায়িত্ব দিয়েছে এবং আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি।'
২০২০ সালের ৮ মার্চ ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিমের নাম ঘোষণা করে বিসিবি। তিন বছরের পথচলায় নিজেকে নিয়ে সন্তুষ্ট তামিম, 'আমি মনে করি, এখন পর্যন্ত আমি অধিনায়ক হিসেবে বেশ ভালোই করেছি। এখনকার মতো ভবিষ্যতেও আমাকে ভুল করতে এবং ভালো কিছু করতে দেখবেন। অধিনায়কত্বের পথটা এমনই। কোনো অধিনায়ক সবকিছু ঠিকঠাক করেছেন, আপনি এটা বলতে পারবেন না। আমি নিশ্চিত যে, সেরাদের মধ্যে সেরাও কিছু ভুল করেছে এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছে।'
দলের নেতা হলেও সতীর্থদের পরামর্শ নেওয়াটা পছন্দের জানিয়ে তামিম বলেন, 'একজন অধিনায়ক হিসেবে আমি পরামর্শ নিতে পছন্দ করি। কিন্তু আমাকে কী করতে হবে, দিন শেষে তা আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি সব সময় আমার সতীর্থদের বলি, তারা যেকোনো সময়ে আমাকে পরামর্শ দিতে পারে। সেসব যদি আমি না-ও শুনি, এর মানে এমন নয় যে আমি তাদের অসম্মান করছি। অধিনায়কত্বের আলোচনায় আমি খুব খোলামেলা।'