ইন্টার মায়ামিতে মেসিদের কোচ হলেন তাতা মার্তিনো
বার্সেলোনা এবং আর্জেন্টিনার পর এবার ইন্টার মায়ামির হয়ে জুটি বাঁধবেন লিওনেল মেসি-তাতা মার্তিনো। যুক্তরাষ্ট্রের ক্লাবটি তাদের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এই আর্জেন্টাইনকে।
এর আগে বার্সেলোনায় এক মৌসুম এবং আর্জেন্টিনায় দুই বছর মেসির সঙ্গে কোচ হিসেবে কাজ করেছেন মার্তিনো।
তৃতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন দুজনে। ইন্টার মায়ামিও সামনের বছর নিজেদের অবস্থানের পরিবর্তনের জন্য তোড়জোর শুরু করেছে। যে জন্য ইতোমধ্যে লিওনেল মেসি এবং সের্হিও বুস্কেটসকে দলে টেনেছে তারা। এবার নতুন কোচ নিয়োগ দিয়ে ক্লাবের খেলার মান উন্নয়নের দিকে এক ধাপ এগিয়ে গেল তারা।
মার্টিনোর ওপর ভরসা রাখছেন ডেভিড বেকহামও। ক্লাবের সহমালিক হিসেবে তিনি বলেছেন, 'আমাদের খেলায় টাটা একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, যার ট্র্যাক রেকর্ডই কথা বলে। আমরা আত্মবিশ্বাসী খেলায় তার কৃতিত্ব এবং প্রধান কোচ হিসেবে তার অভিজ্ঞতা আমাদের দলকে অনুপ্রাণিত করবে। সঙ্গে আমাদের ভক্তদের রোমাঞ্চিত করবে। আর মাঠে এবং মাঠের বাইরে সে কী প্রভাব ফেলবে তা দেখার জন্য উন্মুখ আছি।'
এতে করে আবারও এমএলএসে ফিরলেন মার্টিনো। ২০১৮ সালে আতালান্তা ইউনাইটেডকে মেজর লিগ সকার কাপ জিতিয়েছেন তিনি। এবার মিয়ামির হয়েও সেই লক্ষ্য থাকবে। দলকে চ্যাম্পিয়ন করতে দুর্দান্ত শিষ্যও পাচ্ছেন তিনি।
লিওনেল মেসির সঙ্গে সের্হিও বুস্কেটসকে পাচ্ছেন ৬০ বছর বয়সী কোচ। বার্সেলোনায় দুজনকেই কোচিং করিয়েছেন তিনি। কাতালান ক্লাবের বাইরে সাতবারের ব্যালন ডি'অর বিজয়ীকে তো আর্জেন্টিনা জাতীয় দলেও কোচিং করিয়েছেন মার্টিনো। ফলে গুরু-শিষ্যের পুনর্মিলনীও বলা যায় এটাকে।