হাফ সেঞ্চুরি করে থামলেন সাকিব
৪৭ রানেই ৪ উইকেট হারানো দলকে পথ দেখিয়ে অনেকটা পথ পড়ি দিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে আউট হলেন সাকিব। এর আগে তিনি ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম হাফ সেঞ্চুরি তুলে নেন, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
মুশফিক পূর্ণ করেছেন তার ৪৬তম ওয়ানডে হাফ সেঞ্চুরি। ৩০ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৫০ রান। মুশফিক ৫০ ও শামীম হোসেন পাটোয়ারী ১ রানে ব্যাটিং করছেন।
পাকিস্তানি পেসারদের তোপে দিকহারা বাংলাদেশ
দ্বিতীয় ওভারেই উইকেটের পতন, আগের ম্যাচে সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ এদিন প্রথম বলেই আউট। নাসিম শাহর বলে অনেকটা ক্যাচ অনুশীলন করে সাজঘরে ফেরেন তিনি। শুরুতেই উইকেট হারানোর পর চাপ কাটিয়ে ভালো খেলতে শুরু করেন নাঈম শেখ ও লিটন কুমার দাস।
কিন্তু পাকিস্তানি পেসারদের তোপে তারাও বেশি সময় টিকতে পারেননি। পরে তাওহিদ হৃদয়ও সাজঘরে ফিরে গেছেন। এশিয়া কাপে সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে লাহোরে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছে।
চাপ সামলে দলকে ঠিক পথে ফেরানোর চেষ্টা করছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ১০ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৯ রান। সাকিব ৫ ও মুশফিক ২ রানে ব্যাটিং করছেন।
দারুণ ব্যাটিং করতে থাকা লিটন চরম হতাশা জাগিয়ে আউট হন। পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির বলে খোঁচা দিয়ে আউট হন জ্বর থেকে সুস্থ হয়ে একাদশে ফেরা ডানহাতি এই ব্যাটসম্যান, ১৩ বলে ৪টি চারে ১৬ রান করেন তিনি।
অষ্টম ওভারে হারিস রউফের ১৪০ কি.মি গতির শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে আকাশে ক্যাচ তোলেন নাঈম। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন হারিস। ২৫ বলে ২০ রান করে থামেন নাঈম। ইনিংসের দশম ওভারের প্রথম বলে হৃদয়ের স্টাম্প উপড়ে নেন হারিস। ৯ বলে ২ রান করেন আগের ম্যাচে রানের খাতা খোলার আগেই বিদায় নেওয়া হৃদয়।