মেসিকে ছাড়াই জিতল আর্জেন্টিনা, কষ্টার্জিত জয় ব্রাজিলের
লাতিন আমেরিকান বাছাইপর্বে জয় পেয়েছে দুই পরাশক্তি আর্জেন্টিনা এবং ব্রাজিল। দুই দলই জিতেছে প্রতিপক্ষের মাঠে।
লিওনেল মেসিকে ছাড়াই বলিভিয়াকে সহজেই হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। অপরদিকে পেরুকে হারাতে ঘাম ছুটে গেছে ব্রাজিলের।
বলিভিয়ার রাজধানী লা পাজে শুধু বলিভিয়াই আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিলো না। সাথে ছিলো ৩৬০০ মিটার উঁচুতে খেলার চ্যালেঞ্জ। সেটিকে জয় করে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
আর্জেন্টিনাকে প্রথমার্ধেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন এনসো ফার্নান্দেজ এবং নিকোলাস তাগলিয়াফিকো। ৮৩ মিনিটে নিকো গঞ্জালেজের গোলে ৩-০ ব্যবধানে জিতে আলবিসেলেস্তেরা।
পেরুর মাঠে ব্রাজিল জিতেছে ১-০ গোলে। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলেও গোল পেতে ৯০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সেলেকাওদের। নেইমারের সহায়তায় দলকে জয়সূচক গোলটি এনে দেন মার্কুইনহোস।